ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে উদ্ধার দুই বাংলাদেশি তরুণী মাদাগাস্কারে সেনাবাহিনীর ক্ষমতা দখল নিহতের সংখ্যা বেড়ে ১৬, স্বজনদের আহাজারি বিশ্ব খাদ্য সম্মেলনে যোগ দিতে রোম গেলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস পূর্বের নির্বাচনী কর্মকর্তারা এবার দায়িত্বে থাকছেন না: স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারুণ্যের অঙ্গীকারে প্রবাসী নেতৃত্ব—জাপান কানসাই ইউনিট জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নরসিংদীর আশিক খন্দকার বিমানবন্দরে সোহেল তাজের বিদেশযাত্রায় বাধা শ্যামনগরের ৭০ মণ্ডপে তারেক রহমানের আর্থিক উপহার নির্বাচন নিয়ে ‘নীলনকশা’ হলে জনগণ ছেড়ে দেবে না লাদাখ বিক্ষোভের নেতা সোনম ওয়াংচুক গ্রেপ্তার

উত্তরসূরিদের নাম ঘোষণা করলেন খামেনি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৩:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • / 161

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলমান সংঘাত ও ইসরাইলের সম্ভাব্য হত্যার হুমকির প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তিনজন শীর্ষ ধর্মীয় নেতার নাম ঘোষণা করেছেন। ইসলামি প্রজাতন্ত্রের ভবিষ্যৎ নেতৃত্ব এবং নিজের নিরাপত্তা—এই দুটি বিবেচনায় নিয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

শনিবার (২১ জুন) তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন উদ্ধৃত করে এই তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, জরুরি যুদ্ধ পরিকল্পনার সঙ্গে যুক্ত তিনজন ইরানি কর্মকর্তার সূত্রে জানা গেছে, খামেনি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষ্ক্রিয় এবং তিনি একটি নিরাপদ বাঙ্কারে অবস্থান করছেন। এছাড়া সরাসরি না থেকে বিশ্বস্ত একজন সহকারীর মাধ্যমে সামরিক কমান্ডারদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি।

উল্লেখযোগ্য বিষয় হলো, উত্তরসূরিদের মধ্যে খামেনির পুত্র মোজতবার নাম নেই। যদিও পূর্ববর্তী অনেক বিশ্লেষণেই তাকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছিল।

খামেনি-নেতানিয়াহু
খামেনি-নেতানিয়াহু

৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ খামেনি নিজেও এই হুমকির বিষয়ে সচেতন। নিউ ইয়র্ক টাইমস জানায়, ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের হামলায় তিনি নিহত হলে সেটিকে শহীদ হওয়া হিসেবে বিবেচনা করবেন বলে তিনি জানিয়েছেন।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে খামেনি ‘বিশেষজ্ঞ পরিষদ’কে —যারা ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন করে—তিনজন প্রস্তাবিত নামের মধ্য থেকে দ্রুত উত্তরসূরি নির্বাচনের আহ্বান জানিয়েছেন। যদিও তাদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

স্বাভাবিক অবস্থায় এই প্রক্রিয়া কয়েক মাস সময় নেয় এবং একাধিক প্রার্থী নিয়ে আলোচনা হয়। কিন্তু যুদ্ধকালীন বাস্তবতায় খামেনি নেতৃত্বের স্থানান্তর প্রক্রিয়াটি দ্রুত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে চান বলে জানানো হয়েছে।

ইরানি কর্মকর্তাদের ভাষ্যমতে, খামেনি ইতোমধ্যে তার সামরিক চেইন অব কমান্ড অনুযায়ী বিকল্প পরিকল্পনা সাজিয়ে রেখেছেন। কোনো জ্যেষ্ঠ নেতা নিহত হলে যেন রাষ্ট্র পরিচালনায় শূন্যতা না থাকে—সে জন্যই তিনি উত্তরসূরি নির্ধারণের এই পদক্ষেপ নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উত্তরসূরিদের নাম ঘোষণা করলেন খামেনি

আপডেট সময় : ১১:৪৩:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

চলমান সংঘাত ও ইসরাইলের সম্ভাব্য হত্যার হুমকির প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তিনজন শীর্ষ ধর্মীয় নেতার নাম ঘোষণা করেছেন। ইসলামি প্রজাতন্ত্রের ভবিষ্যৎ নেতৃত্ব এবং নিজের নিরাপত্তা—এই দুটি বিবেচনায় নিয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

শনিবার (২১ জুন) তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন উদ্ধৃত করে এই তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, জরুরি যুদ্ধ পরিকল্পনার সঙ্গে যুক্ত তিনজন ইরানি কর্মকর্তার সূত্রে জানা গেছে, খামেনি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষ্ক্রিয় এবং তিনি একটি নিরাপদ বাঙ্কারে অবস্থান করছেন। এছাড়া সরাসরি না থেকে বিশ্বস্ত একজন সহকারীর মাধ্যমে সামরিক কমান্ডারদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি।

উল্লেখযোগ্য বিষয় হলো, উত্তরসূরিদের মধ্যে খামেনির পুত্র মোজতবার নাম নেই। যদিও পূর্ববর্তী অনেক বিশ্লেষণেই তাকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছিল।

খামেনি-নেতানিয়াহু
খামেনি-নেতানিয়াহু

৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ খামেনি নিজেও এই হুমকির বিষয়ে সচেতন। নিউ ইয়র্ক টাইমস জানায়, ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের হামলায় তিনি নিহত হলে সেটিকে শহীদ হওয়া হিসেবে বিবেচনা করবেন বলে তিনি জানিয়েছেন।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে খামেনি ‘বিশেষজ্ঞ পরিষদ’কে —যারা ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন করে—তিনজন প্রস্তাবিত নামের মধ্য থেকে দ্রুত উত্তরসূরি নির্বাচনের আহ্বান জানিয়েছেন। যদিও তাদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

স্বাভাবিক অবস্থায় এই প্রক্রিয়া কয়েক মাস সময় নেয় এবং একাধিক প্রার্থী নিয়ে আলোচনা হয়। কিন্তু যুদ্ধকালীন বাস্তবতায় খামেনি নেতৃত্বের স্থানান্তর প্রক্রিয়াটি দ্রুত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে চান বলে জানানো হয়েছে।

ইরানি কর্মকর্তাদের ভাষ্যমতে, খামেনি ইতোমধ্যে তার সামরিক চেইন অব কমান্ড অনুযায়ী বিকল্প পরিকল্পনা সাজিয়ে রেখেছেন। কোনো জ্যেষ্ঠ নেতা নিহত হলে যেন রাষ্ট্র পরিচালনায় শূন্যতা না থাকে—সে জন্যই তিনি উত্তরসূরি নির্ধারণের এই পদক্ষেপ নিয়েছেন।