কুড়িগ্রামে ভূমি মেলায় র্যালি ও আলোচনা

- আপডেট সময় : ০৭:৫৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / 126

সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও ভূমি মেলা উদ্বোধন করা হয়েছে। “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যে আজ রোববার (২৫ মে) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
পরে জেলা প্রশাসকের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভূমি মেলা ২০২৫-এর উদ্বোধনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
এ সময় বক্তব্য দেন পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দীন প্রমুখ।
আলোচনা সভা শেষে সদর ভূমি অফিস চত্বরে ফিতা কেটে “ভূমি আড্ডা” ও সুবিধাভোগীদের জন্য “গণশুনানি কাচারি ঘর” উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “ভূমি সেবা পেতে আপনারা ১৬১২২ নম্বরে কল দিয়ে সবকিছু জেনে অনলাইনে নিজেই আবেদন করতে পারবেন। অফিসে কেউ কোনো প্রকার টাকা চাইলে সরাসরি আমাকে জানাবেন এবং যে টাকা দিবেন, তার রসিদ গ্রহণ করবেন। এছাড়া অফিসে এসে কোনো দালাল না ধরে নিজে সরাসরি কর্মকর্তা বা কর্মচারীদের সঙ্গে কথা বলবেন। আপনারা যদি দালাল না ধরেন, তাহলে এমনিতেই দালালরা অফিসে আসা বন্ধ করে দেবে।”
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), স্থানীয় সরকারের উপপরিচালক মো. আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন, উপকারভোগী জমির মালিকরা।
২৫ থেকে ২৭ মে পর্যন্ত চলবে এই ভূমি মেলা।