১৫ বছর পর নওগাঁ বিএনপির সম্মেলনে প্রধান অতিথি তারেক রহমান

- আপডেট সময় : ১০:০৯:০২ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / 188

দীর্ঘ ১৫ বছর পর সোমবার নওগাঁ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১১ উপজেলা ও তিনটি পৌর কমিটির ১ হাজার ৪১৪ জন কাউন্সিলরের ভোটে গুরুত্বপূর্ণ তিনটি পদে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।
দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান অতিথি ও স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকুকে প্রধান বক্তা করা হয়েছে। সম্মেলন উদ্বোধন করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।
নওগাঁ কনভেনশন সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করার জন্য ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
নওগাঁ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে।
নওগাঁ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সম্মেলন পরিচালনা কমিটির সদস্য শেখ রেজাউল ইসলাম বলেন, সভাপতি পদে আটজন, সাধারণ সম্পাদক পদে চারজন এবং সাংগঠনিক সম্পাদকের দুটি পদের জন্য আটজন মনোনয়নপত্র তুলেছেন। সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে এ তিনটি পদে নেতৃত্ব নির্বাচন করা হবে।
নতুন কমিটিতে সভাপতি পদপ্রত্যাশীরা হলেন ; বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক (সনি), জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম (ধলু), জেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক (নান্নু), জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন, নওগাঁ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুস শুকুর, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ এসএম মামুনুর রহমান ও জেলা বিএনপির সাবেক সদস্য এবিএম আমিনুর রহমান।
আর সাধারণ সম্পাদক পদ পাওয়ার জন্য লড়ছেন চারজন। তারা হলেন ; জেলা বিএনপির বর্তমান সদস্য সচিব বায়েজিদ হোসেন (পলাশ), জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান (রিপন), জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম (টুকু) ও আমিনুল ইসলাম (বেলাল)।
শহরের বালুডাঙ্গা এলাকায় নওগাঁ কনভেনশন হল সেন্টারে এ সম্মেলন ঘিরে শহরের বালুডাঙ্গা এলাকায় প্রার্থীদের ছবিসংবলিত ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুনে ভরে গেছে। সম্মেলনের সমাবেশস্থল ও ভোটকেন্দ্র প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে।
সর্বশেষ ২০১০ সালে নওগাঁ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন সামসুজ্জোহা খান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মামুনুর রহমান রিপন।
২০১৫ সালে ওই কমিটি বিলুপ্ত হওয়ার পর সম্মেলনের মাধ্যমে আর কোনো কমিটি গঠন হয়নি। সর্বশেষ ২০২২ সালে গঠিত আহ্বায়ক কমিটির মাধ্যমে জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম চলছে।