সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

- আপডেট সময় : ১০:১৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
- / 106

সচিবালয়ে মঙ্গলবার ( ২৭ মে) দর্শনার্থী প্রবেশে একদিনের নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণে ওইদিন বাংলাদেশ সচিবালয়ে সব ধরনের দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “অনিবার্য কারণবশত মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে।”
এ নিষেধাজ্ঞা এমন এক সময় এলো, যখন ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রত্যাহারের দাবিতে সচিবালয়জুড়ে উত্তেজনা বিরাজ করছে। সোমবার কর্মসূচি শেষে নতুন করে আন্দোলনের ঘোষণা দিয়েছে ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় মিছিল নিয়ে সচিবালয়ের বাদামতলায় সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন।
ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান এবং বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি মো. বাদিউল কবীর বলেন, “যতদিন না পর্যন্ত সরকার এই কালো আইন সম্পূর্ণভাবে প্রত্যাহার করে, ততদিন আন্দোলন চলবে। অধ্যাদেশ বাতিল হলেই কর্মসূচি প্রত্যাহার করা হবে।”
তিনি আরও জানান, এখন থেকে সচিবালয়ের সকল কর্মচারী সংগঠন একত্রিতভাবে ঐক্য ফোরামের ব্যানারে আন্দোলন চালিয়ে যাবে। শুধু রাজধানী নয়, সারাদেশের সরকারি দপ্তরেও একযোগে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ গত ২২ মে উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর ২৫ মে তা গেজেট আকারে প্রকাশিত হয়। সংশ্লিষ্টরা দাবি করছেন, নতুন আইনের মাধ্যমে সহজেই সরকারি কর্মচারীদের বরখাস্তের সুযোগ রাখা হয়েছে, যা তাদের চাকরি নিরাপত্তা ক্ষুণ্ন করবে।
সচিবালয়ে প্রবেশে একদিনের নিষেধাজ্ঞাকে অনেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার কৌশল হিসেবে দেখছেন। তবে কর্মচারীদের ঘোষিত নতুন কর্মসূচিতে সচিবালয় এলাকা আবার উত্তপ্ত হয়ে উঠতে পারে বলেই ধারণা করা হচ্ছে।