ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে উদ্ধার দুই বাংলাদেশি তরুণী মাদাগাস্কারে সেনাবাহিনীর ক্ষমতা দখল নিহতের সংখ্যা বেড়ে ১৬, স্বজনদের আহাজারি বিশ্ব খাদ্য সম্মেলনে যোগ দিতে রোম গেলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস পূর্বের নির্বাচনী কর্মকর্তারা এবার দায়িত্বে থাকছেন না: স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারুণ্যের অঙ্গীকারে প্রবাসী নেতৃত্ব—জাপান কানসাই ইউনিট জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নরসিংদীর আশিক খন্দকার বিমানবন্দরে সোহেল তাজের বিদেশযাত্রায় বাধা শ্যামনগরের ৭০ মণ্ডপে তারেক রহমানের আর্থিক উপহার নির্বাচন নিয়ে ‘নীলনকশা’ হলে জনগণ ছেড়ে দেবে না লাদাখ বিক্ষোভের নেতা সোনম ওয়াংচুক গ্রেপ্তার

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা

প্রতিনিধি, লালমনিরহাট
  • আপডেট সময় : ০১:২৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • / 115

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের চর শৌলমারি গ্রামে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে জান্নাতি (১৩) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী। বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় তাকে বাড়ির রান্নাঘর থেকে তুলে নিয়ে হত্যা করা হয়। নিহত জান্নাতি ওই এলাকার ফজু মিয়ার মেয়ে।

পরিবার ও এলাকাবাসীর বরাতে জানা গেছে, চারজন দুর্বৃত্তের একটি দল জান্নাতিকে রান্নাঘর থেকে তুলে নেয়। কিছু সময় পর বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে তার নিথর দেহ পাওয়া যায়। তার দুই হাত ভাঙা ছিল, মুখে ছিল মাটির চেপা দাগ। ধারণা করা হচ্ছে, মুখে মাটি ঢুকিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। হত্যার আগে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা হয়েছে বলেও সন্দেহ করছেন স্থানীয়রা।

নিহতের বাবা ফজু মিয়া জানান, সন্ধ্যায় তিনি ও তার স্ত্রী বাড়ি থেকে কিছু দূরে মেয়ের নানার বাড়িতে গিয়েছিলেন। ফিরে এসে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে ভুট্টাক্ষেতে গিয়ে মেয়ের লাশ দেখতে পান।

পরে স্থানীয়দের সহায়তায় খবর দেওয়া হলে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানান, “লাশ থানায় আনা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। নিহত জান্নাতির বাবা ফজু মিয়া একটি হত্যা মামলা দায়ের করেছেন।”

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দ্রুত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা

আপডেট সময় : ০১:২৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের চর শৌলমারি গ্রামে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে জান্নাতি (১৩) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী। বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় তাকে বাড়ির রান্নাঘর থেকে তুলে নিয়ে হত্যা করা হয়। নিহত জান্নাতি ওই এলাকার ফজু মিয়ার মেয়ে।

পরিবার ও এলাকাবাসীর বরাতে জানা গেছে, চারজন দুর্বৃত্তের একটি দল জান্নাতিকে রান্নাঘর থেকে তুলে নেয়। কিছু সময় পর বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে তার নিথর দেহ পাওয়া যায়। তার দুই হাত ভাঙা ছিল, মুখে ছিল মাটির চেপা দাগ। ধারণা করা হচ্ছে, মুখে মাটি ঢুকিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। হত্যার আগে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা হয়েছে বলেও সন্দেহ করছেন স্থানীয়রা।

নিহতের বাবা ফজু মিয়া জানান, সন্ধ্যায় তিনি ও তার স্ত্রী বাড়ি থেকে কিছু দূরে মেয়ের নানার বাড়িতে গিয়েছিলেন। ফিরে এসে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে ভুট্টাক্ষেতে গিয়ে মেয়ের লাশ দেখতে পান।

পরে স্থানীয়দের সহায়তায় খবর দেওয়া হলে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানান, “লাশ থানায় আনা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। নিহত জান্নাতির বাবা ফজু মিয়া একটি হত্যা মামলা দায়ের করেছেন।”

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দ্রুত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।