ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে উদ্ধার দুই বাংলাদেশি তরুণী মাদাগাস্কারে সেনাবাহিনীর ক্ষমতা দখল নিহতের সংখ্যা বেড়ে ১৬, স্বজনদের আহাজারি বিশ্ব খাদ্য সম্মেলনে যোগ দিতে রোম গেলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস পূর্বের নির্বাচনী কর্মকর্তারা এবার দায়িত্বে থাকছেন না: স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারুণ্যের অঙ্গীকারে প্রবাসী নেতৃত্ব—জাপান কানসাই ইউনিট জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নরসিংদীর আশিক খন্দকার বিমানবন্দরে সোহেল তাজের বিদেশযাত্রায় বাধা শ্যামনগরের ৭০ মণ্ডপে তারেক রহমানের আর্থিক উপহার নির্বাচন নিয়ে ‘নীলনকশা’ হলে জনগণ ছেড়ে দেবে না লাদাখ বিক্ষোভের নেতা সোনম ওয়াংচুক গ্রেপ্তার

মাদাগাস্কারে সেনাবাহিনীর ক্ষমতা দখল

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / 17

মাদাগাস্কারে সেনাবাহিনীর ক্ষমতা দখল

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে পালানোর পর মাদাগাস্কারে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের ঘোষণা দিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সংক্ষিপ্ত ভাষণে সেনাবাহিনীর এক কর্নেল এই ঘোষণা দেন।

ফরাসি সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, কর্নেল তার ভাষণে বলেন, “জাতির নিরাপত্তা, স্থিতিশীলতা ও সাংবিধানিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে সেনাবাহিনী দেশের নিয়ন্ত্রণ নিয়েছে।” তিনি আরও জানান, “শৃঙ্খলা ও স্থিতি পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সেনাবাহিনী প্রশাসনিক দায়িত্ব পালন করবে।”

এর আগে সংসদে প্রেসিডেন্ট রাজোয়েলিনার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাস হয়। রাজধানী আন্তানানারিভোয় অনুষ্ঠিত ওই ভোটে ১৩০ জন সংসদ সদস্য অভিশংসনের পক্ষে মত দেন। ভোটের ফল ঘোষণার পর থেকেই দেশজুড়ে উত্তেজনা দেখা দেয়।

ভোটের পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়ায় রাজোয়েলিনা বলেন, “এই ভোট অবৈধ ও অসাংবিধানিক, কারণ জাতীয় পরিষদ আগেই ভেঙে দেওয়া হয়েছিল।” তিনি সংসদের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানান এবং দাবি করেন, এটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।

অভিশংসনের পরপরই সেনাবাহিনীর রাজধানী সদর দপ্তর থেকে নতুন নেতৃত্বের ঘোষণা আসে। কর্নেল নেতৃত্বাধীন বাহিনী জানিয়েছে, তারা পরিস্থিতি শান্ত রাখতে এবং দেশের শৃঙ্খলা রক্ষায় কাজ করবে।

গত কয়েক সপ্তাহ ধরে মাদাগাস্কারে চলমান দুর্নীতি, দারিদ্র্য ও প্রশাসনিক অচলাবস্থার বিরুদ্ধে তরুণদের নেতৃত্বে ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়ে। রাজধানীসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ বিক্ষোভে যোগ দেয়। সেনাবাহিনীর একটি অংশ, বিশেষত ‘ক্যাপসাট’ ইউনিট, প্রেসিডেন্টবিরোধী আন্দোলনে প্রকাশ্যে সমর্থন জানালে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হয়।

প্রেসিডেন্ট রাজোয়েলিনা বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। ২০০৯ সালে সেনাবাহিনীর সহায়তায় প্রথমবার ক্ষমতায় আসা এই নেতা পরবর্তী সময়েও তিন দফায় দেশ শাসন করেছেন।

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, রাজোয়েলিনার পতন এবং সেনা অভ্যুত্থান মাদাগাস্কারের রাজনৈতিক অস্থিতিশীলতার নতুন অধ্যায় সূচিত করেছে। দেশটির ভবিষ্যৎ এখন নির্ভর করছে সেনাবাহিনীর পরবর্তী পদক্ষেপ ও আন্তর্জাতিক প্রতিক্রিয়ার ওপর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাদাগাস্কারে সেনাবাহিনীর ক্ষমতা দখল

আপডেট সময় : ১০:০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে পালানোর পর মাদাগাস্কারে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের ঘোষণা দিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সংক্ষিপ্ত ভাষণে সেনাবাহিনীর এক কর্নেল এই ঘোষণা দেন।

ফরাসি সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, কর্নেল তার ভাষণে বলেন, “জাতির নিরাপত্তা, স্থিতিশীলতা ও সাংবিধানিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে সেনাবাহিনী দেশের নিয়ন্ত্রণ নিয়েছে।” তিনি আরও জানান, “শৃঙ্খলা ও স্থিতি পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সেনাবাহিনী প্রশাসনিক দায়িত্ব পালন করবে।”

এর আগে সংসদে প্রেসিডেন্ট রাজোয়েলিনার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাস হয়। রাজধানী আন্তানানারিভোয় অনুষ্ঠিত ওই ভোটে ১৩০ জন সংসদ সদস্য অভিশংসনের পক্ষে মত দেন। ভোটের ফল ঘোষণার পর থেকেই দেশজুড়ে উত্তেজনা দেখা দেয়।

ভোটের পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়ায় রাজোয়েলিনা বলেন, “এই ভোট অবৈধ ও অসাংবিধানিক, কারণ জাতীয় পরিষদ আগেই ভেঙে দেওয়া হয়েছিল।” তিনি সংসদের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানান এবং দাবি করেন, এটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।

অভিশংসনের পরপরই সেনাবাহিনীর রাজধানী সদর দপ্তর থেকে নতুন নেতৃত্বের ঘোষণা আসে। কর্নেল নেতৃত্বাধীন বাহিনী জানিয়েছে, তারা পরিস্থিতি শান্ত রাখতে এবং দেশের শৃঙ্খলা রক্ষায় কাজ করবে।

গত কয়েক সপ্তাহ ধরে মাদাগাস্কারে চলমান দুর্নীতি, দারিদ্র্য ও প্রশাসনিক অচলাবস্থার বিরুদ্ধে তরুণদের নেতৃত্বে ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়ে। রাজধানীসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ বিক্ষোভে যোগ দেয়। সেনাবাহিনীর একটি অংশ, বিশেষত ‘ক্যাপসাট’ ইউনিট, প্রেসিডেন্টবিরোধী আন্দোলনে প্রকাশ্যে সমর্থন জানালে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হয়।

প্রেসিডেন্ট রাজোয়েলিনা বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। ২০০৯ সালে সেনাবাহিনীর সহায়তায় প্রথমবার ক্ষমতায় আসা এই নেতা পরবর্তী সময়েও তিন দফায় দেশ শাসন করেছেন।

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, রাজোয়েলিনার পতন এবং সেনা অভ্যুত্থান মাদাগাস্কারের রাজনৈতিক অস্থিতিশীলতার নতুন অধ্যায় সূচিত করেছে। দেশটির ভবিষ্যৎ এখন নির্ভর করছে সেনাবাহিনীর পরবর্তী পদক্ষেপ ও আন্তর্জাতিক প্রতিক্রিয়ার ওপর।