মাদাগাস্কারে সেনাবাহিনীর ক্ষমতা দখল

- আপডেট সময় : ১০:০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / 17

প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে পালানোর পর মাদাগাস্কারে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের ঘোষণা দিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সংক্ষিপ্ত ভাষণে সেনাবাহিনীর এক কর্নেল এই ঘোষণা দেন।
ফরাসি সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, কর্নেল তার ভাষণে বলেন, “জাতির নিরাপত্তা, স্থিতিশীলতা ও সাংবিধানিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে সেনাবাহিনী দেশের নিয়ন্ত্রণ নিয়েছে।” তিনি আরও জানান, “শৃঙ্খলা ও স্থিতি পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সেনাবাহিনী প্রশাসনিক দায়িত্ব পালন করবে।”
এর আগে সংসদে প্রেসিডেন্ট রাজোয়েলিনার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাস হয়। রাজধানী আন্তানানারিভোয় অনুষ্ঠিত ওই ভোটে ১৩০ জন সংসদ সদস্য অভিশংসনের পক্ষে মত দেন। ভোটের ফল ঘোষণার পর থেকেই দেশজুড়ে উত্তেজনা দেখা দেয়।
ভোটের পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়ায় রাজোয়েলিনা বলেন, “এই ভোট অবৈধ ও অসাংবিধানিক, কারণ জাতীয় পরিষদ আগেই ভেঙে দেওয়া হয়েছিল।” তিনি সংসদের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানান এবং দাবি করেন, এটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।
অভিশংসনের পরপরই সেনাবাহিনীর রাজধানী সদর দপ্তর থেকে নতুন নেতৃত্বের ঘোষণা আসে। কর্নেল নেতৃত্বাধীন বাহিনী জানিয়েছে, তারা পরিস্থিতি শান্ত রাখতে এবং দেশের শৃঙ্খলা রক্ষায় কাজ করবে।
গত কয়েক সপ্তাহ ধরে মাদাগাস্কারে চলমান দুর্নীতি, দারিদ্র্য ও প্রশাসনিক অচলাবস্থার বিরুদ্ধে তরুণদের নেতৃত্বে ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়ে। রাজধানীসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ বিক্ষোভে যোগ দেয়। সেনাবাহিনীর একটি অংশ, বিশেষত ‘ক্যাপসাট’ ইউনিট, প্রেসিডেন্টবিরোধী আন্দোলনে প্রকাশ্যে সমর্থন জানালে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হয়।
প্রেসিডেন্ট রাজোয়েলিনা বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। ২০০৯ সালে সেনাবাহিনীর সহায়তায় প্রথমবার ক্ষমতায় আসা এই নেতা পরবর্তী সময়েও তিন দফায় দেশ শাসন করেছেন।
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, রাজোয়েলিনার পতন এবং সেনা অভ্যুত্থান মাদাগাস্কারের রাজনৈতিক অস্থিতিশীলতার নতুন অধ্যায় সূচিত করেছে। দেশটির ভবিষ্যৎ এখন নির্ভর করছে সেনাবাহিনীর পরবর্তী পদক্ষেপ ও আন্তর্জাতিক প্রতিক্রিয়ার ওপর।