বোমার হুমকিতে তিন ঘণ্টা তল্লাশি, বিমানে কিছুই মেলেনি

- আপডেট সময় : ০১:০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / 230

ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭৩–তে বোমা থাকার হুমকি আসে একটি অচেনা নম্বর থেকে ফোনকলে। এরপর উড়োজাহাজটিতে প্রায় তিন ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয়। তবে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে উড়োজাহাজটি ১৪২ জন যাত্রী ও ৭ জন ক্রু নিয়ে রানওয়ের দিকে ট্যাক্সি করার সময়ই হুমকির ফোনটি আসে। বিষয়টি জানার পরপরই বিমানের চেয়ারম্যানের নির্দেশে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিমান বাহিনীর টাস্ক ফোর্স, এভসেক, র্যাব, বোমা নিষ্ক্রিয়কারী দল এবং এপিবিএনের ডগ স্কোয়াড দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
তল্লাশির অংশ হিসেবে সব যাত্রীকে উড়োজাহাজ থেকে নামিয়ে স্ক্রিনিং করে লাউঞ্জে নেওয়া হয়। পরে যাত্রীদের মালামালও আলাদাভাবে তল্লাশি করা হয়।
নিরাপত্তা তল্লাশি সন্ধ্যা ৭টা ৫৮ মিনিটে শেষ হয়। তল্লাশিতে নিশ্চিত হওয়া যায়, বিমানে কোনো বোমা বা বিস্ফোরক জাতীয় বস্তু নেই। এরপর যাত্রীদের পুনরায় নির্ধারিত গন্তব্যে পাঠানোর প্রস্তুতি শুরু হয়।
গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদ জানান, “সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে নিরাপত্তা বাহিনী কাজ করেছে। সবার প্রচেষ্টায় ঘটনা সফলভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে। বিমানবন্দরের অন্যসব ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করছে।”
তিনি আরও জানান, হুমকির কলটি কোন নম্বর থেকে এসেছিল, কে বা কারা করেছে—তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চালু আছে।
এই ঘটনায় কোনো যাত্রী বা কর্মীর কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নিরাপত্তা নিশ্চিত করে আবারো যাত্রীদের ফ্লাইটে ওঠানোর প্রক্রিয়া চালু করা হয়েছে।