বিশ্ব খাদ্য সম্মেলনে যোগ দিতে রোম গেলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস

- আপডেট সময় : ০৪:৪৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / 35

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রোববার সকালে ইতালির রাজধানী রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

বিশ্ব খাদ্য বিষয়ক শীর্ষ সম্মেলনে অংশ নিতে আজ সকালে ইতালির রোমের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের নির্ধারিত একটি ফ্লাইটে তিনি সফরসঙ্গীদের নিয়ে রোমের পথে যাত্রা করেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস সচিব শফিকুল আলম তার রওনা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সফরসূচি অনুযায়ী, অধ্যাপক ইউনূস ওয়ার্ল্ড ফুড ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। পাশাপাশি, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন। বৈঠকগুলোতে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা হবে।
ওয়ার্ল্ড ফুড ফোরাম হলো জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) আয়োজিত একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের সিদ্ধান্ত গ্রহণকারী, গবেষক ও উদ্যোক্তারা খাদ্য ব্যবস্থা নিয়ে ভবিষ্যত পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
রোমে FAO সদর দপ্তরে আয়োজিত এ বছরের সম্মেলনটি ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে। সম্মেলনে অংশগ্রহণের মধ্য দিয়ে বৈশ্বিক পরিসরে বাংলাদেশের কূটনৈতিক ও নীতিনির্ধারণী অংশগ্রহণ আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সফর শেষে প্রধান উপদেষ্টা আগামী ১৫ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।