নেদারল্যান্ডসকে পরাজিত করে প্রথমবারের মত টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের

- আপডেট সময় : ১০:২৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / 104

বাংলাদেশ ক্রিকেট দল নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমবারের মত দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জয় করেছে। সিরিজের দ্বিতীয় ম্যাচে টাইগাররা ৯ উইকেটে জয় তুলে নেন, ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জেতার আনন্দে ভাসছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচেও বাংলাদেশ ৮ উইকেটে জিতেছিল। ২০১০ সালে ওয়ানডে ফরম্যাটে নেদারল্যান্ডসের কাছে এক ম্যাচের সিরিজ হেরেছিল টাইগাররা, এরপর ২০১২ সালে দুই ম্যাচের টি-টোয়েন্টি ১-১ সমতায় শেষ হয়।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নেদারল্যান্ডসকে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। শুরু থেকেই দুই ওপেনার ১৪ রানে দুই উইকেট হারিয়ে দলের জন্য চাপ তৈরি করে। বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ তৃতীয় ওভারে জোড়া উইকেট তুলে নেন। এরপর পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান গুরুত্বপূর্ণ উইকেট নেন, যা ডাচ দলের ইনিংস দ্রুত সংকুচিত করে। শেষ পর্যন্ত নেদারল্যান্ডস ১০৩ রানে অল-আউট হয়। এটি বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে ডাচদের সর্বনিম্ন রান। নাসুম ২১ রানে ৩ উইকেট, তাসকিন ও মুস্তাফিজ ২টি করে এবং মাহেদি ও তানজিম ১টি করে উইকেট নেন।
বাংলাদেশ ১০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৩ বলে ৪০ রান সংগ্রহ করে। উদ্বোধনী জুটিতে পারভেজ হোসেন ইমন ২৩ রান করেন। এরপর তানজিদ হাসান তামিম ও অধিনায়ক লিটন দাস দ্বিতীয় উইকেটে জুটি গড়ে জয়ের পথ সুগম করেন। তানজিদ হাসান তামিম ৪০ বলে অপরাজিত ৫৪ রান করেন, ৪টি চার ও ২টি ছক্কায় ইনিংসটি সাজান। লিটন দাস অপরাজিত ১৮ রানে থাকেন। দ্বিতীয় উইকেটে ৪৬ বলে ৬৪ রানের অবিচ্ছিন্ন জুটি তাদের জয়ের ভিত্তি স্থাপন করে। ম্যাচ সেরা হিসেবে নির্বাচিত হন নাসুম আহমেদ।
বিশেষজ্ঞরা বলছেন, সিরিজ জয়ের মাধ্যমে বাংলাদেশের খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা বৃদ্ধি পেয়েছে। এশিয়া কাপের আগে এই সিরিজ তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে কাজ করেছে। অভিজ্ঞ ও নবীন খেলোয়াড়রা একসাথে মাঠে খেলে আন্তর্জাতিক চাপ সামলাতে শিখেছে। টাইগারদের ধারাবাহিক সিরিজ জয়—শ্রীলংকা ও পাকিস্তানের পর—বাংলাদেশ ক্রিকেটের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। আগামী ৩ সেপ্টেম্বর একই ভেন্যুতে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।