ইরানের হামলায় জ্বলছে মোসাদের হেডকোয়ার্টার

- আপডেট সময় : ০৬:৫৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
- / 112

ইসরায়েলের সামরিক গোয়েন্দা অধিদপ্তর (আমান) এবং গোয়েন্দা সংস্থা মোসাদের সদরদপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার ভোরে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
এই হামলার একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহের নিউজ, যেখানে দেখা যায়, মোসাদের প্রধান কার্যালয় আগুনে পুড়ছে।
আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের অ্যারোস্পেস ইউনিট এই সফল অভিযানে নেতৃত্ব দিয়েছে। উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাঝেও ইসরায়েলের হার্জলিয়ায় অবস্থিত মোসাদ এবং আমান সদরদপ্তরে সরাসরি হামলা চালানো সম্ভব হয়েছে বলে তারা দাবি করে।
হামলার এই ধাপটিকে আইআরজিসি তাদের চলমান অভিযানের অংশ হিসেবে বর্ণনা করেছে, যার কোডনেম “অপারেশন ট্রু প্রমিজ–৩”। গার্ড বাহিনী জানিয়েছে, ইরানের শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিশোধ নিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানা যায়, তেলআবিব মহানগর অঞ্চলে কমপক্ষে পাঁচটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এর মধ্যে একটি পড়েছে উপকূলীয় শহর হার্জলিয়ায়, যেখানে রয়েছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ গোয়েন্দা ও নিরাপত্তা অবকাঠামো।
উল্লেখ্য, ইসরায়েল-ইরান সংঘাত ইতোমধ্যেই পঞ্চম দিনে গড়িয়েছে। গত শুক্রবার ইসরায়েল প্রথম হামলা চালানোর পর থেকে চলছে পাল্টাপাল্টি হামলা।