পেন্টাগনের স্বীকারোক্তি
ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়নি

- আপডেট সময় : ১২:১৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
- / 77

মার্কিন সামরিক বাহিনীর শনিবার (২১ জুন) মধ্যরাতে পরিচালিত ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এ ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ‘গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত’ হলেও সম্পূর্ণ ধ্বংস হয়নি বলে স্বীকার করেছে পেন্টাগন।
রোববার (২২ জুন) এক প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, এই অভিযানের মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচিতে বড় ধাক্কা দেওয়া। তিনি জানান, “ফোরদো পরমাণু স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে পুরোপুরি ধ্বংস হয়নি। ইরানের পারমাণবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটানো সম্ভব হয়েছে, কিন্তু তা নির্মূল করা যায়নি।”
হেগসেথ আরও বলেন, “এই অভিযান শেষ হয়েছে। এটি ছিল একটি সুনির্দিষ্ট এবং সীমিত প্রতিক্রিয়া—ইরানের সাম্প্রতিক আগ্রাসনের জবাবে এবং ইসরায়েলের সুরক্ষার জন্য।” তিনি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র ইরানে সরকার পরিবর্তনের জন্য এই হামলা চালায়নি।

এই মন্তব্য স্পষ্ট করে যে যুক্তরাষ্ট্র বড় পরিসরের খোলামেলা যুদ্ধের বদলে একটি নিয়ন্ত্রিত প্রতিক্রিয়ার কৌশল নিয়েছে। বিশ্লেষকদের মতে, পেন্টাগনের বক্তব্য একটি দ্ব্যর্থক বার্তা বহন করছে—একদিকে যুদ্ধ নয়, অন্যদিকে সতর্কবার্তা স্পষ্ট।
তবে ইরানের প্রতিক্রিয়া কী হবে, সেটাই এখন মূল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ইরান দাবি করেছে, হামলার প্রভাব সীমিত, তাদের পরমাণু কর্মসূচি অব্যাহত থাকবে। আর পেন্টাগনের স্বীকারোক্তি বোঝায়, যুক্তরাষ্ট্রও জানে, প্রতিক্রিয়ার সম্ভাবনা রয়ে গেছে।
এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়বে নাকি কমবে, তা নির্ভর করছে তেহরানের পরবর্তী পদক্ষেপের ওপর।