হরমুজ প্রণালি বন্ধের হুমকি
ইরান কি আসলেই তাদের এই ট্রাম্প কার্ড খেলবে?

- আপডেট সময় : ১১:০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
- / 100

মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ যখন চরমে, তখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি বন্ধ করার হুমকি দিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়ে দিয়েছে ইরান। বিশেষজ্ঞদের মতে, এই সংকীর্ণ জলপথ বন্ধ হলে গোটা বৈশ্বিক অর্থনীতি চরম বিপর্যয়ের মুখে পড়বে। বিশ্বজুড়ে জ্বালানির সংকট, মূল্যস্ফীতি এবং সম্ভাব্য মন্দার আশঙ্কা করছেন তারা।
ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের প্রেসিডেন্ট জামাল আবদি বলেন, “হরমুজ প্রণালি বন্ধ করার হুমকি ইরানের কৌশলগত ‘ট্রাম্প কার্ড’। এটি কেবল রাজনৈতিক বার্তা নয়—বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার একটি কার্যকর মাধ্যম।”
যুক্তরাষ্ট্রের হিউস্টন বিশ্ববিদ্যালয়ের জ্বালানি বিশেষজ্ঞ এড হিরসও একে ভয়াবহ কৌশল হিসেবে দেখছেন। তার মতে, “এই প্রণালি দিয়ে প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন ব্যারেল তেল পরিবাহিত হয়, যা বৈশ্বিক বাজারের ২০ শতাংশ। যদি পরিবহন অর্ধেকেও নেমে আসে, তেলের দাম প্রতি ব্যারেলে ১২০ ডলার ছাড়াতে পারে।”

হরমুজ প্রণালি দিয়ে সৌদি আরব, কুয়েত, ইরাক ও সংযুক্ত আরব আমিরাত তাদের অপরিশোধিত তেল বিশ্ববাজারে সরবরাহ করে। এই রুটটি বন্ধ হয়ে গেলে শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক জ্বালানি সংকট দেখা দিতে পারে।
ইরানের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে গড়াতে পারে বলেও সতর্ক করেছেন বিশ্লেষকরা। ইতোমধ্যে ইরানের সংসদের নিরাপত্তা কমিশন বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইএনএন।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি বন্ধের হুমকি ইরানের সর্বশেষ এবং সবচেয়ে শক্তিশালী কৌশল। তবে এটি বাস্তবায়ন করা হলে এর ফলাফল ভয়াবহ হতে পারে। এখন প্রশ্ন, ইরান কি আসলেই তাদের এই ট্রাম্প কার্ড খেলবে, নাকি এটিই যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়ানোর প্রেক্ষাপট তৈরির উদ্দেশ্যে চালানো এক মোহচাল?