অ্যানথ্রোপিকের নতুন সিদ্ধান্ত: চীনা নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের জন্য এআই সেবা বন্ধ

- আপডেট সময় : ০১:০৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / 107

যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক ঘোষণা দিয়েছে, চীনা মালিকানাধীন বা নিয়ন্ত্রিত কোনো প্রতিষ্ঠান তাদের এআই সেবা আর ব্যবহার করতে পারবে না।
কোম্পানির বিবৃতিতে বলা হয়, কিছু গোষ্ঠী বিদেশে নিবন্ধিত সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে নিষেধাজ্ঞা এড়িয়ে সেবা গ্রহণ করছিল। নতুন নিয়মে স্পষ্ট করা হয়েছে—যে কোনো প্রতিষ্ঠানের অর্ধেকের বেশি শেয়ার যদি নিষিদ্ধ দেশভিত্তিক কোম্পানির হাতে থাকে, তবে তাদেরও সেবা দেওয়া হবে না।
অ্যানথ্রোপিক মনে করে, চীনের মতো দেশে কোম্পানিগুলো রাষ্ট্রীয় আইনের কারণে বাধ্য হয়ে সংবেদনশীল তথ্য শেয়ার করতে পারে, যা নিরাপত্তার ঝুঁকি তৈরি করে।
অ্যামাজনের বিনিয়োগে পরিচালিত সান ফ্রান্সিসকোভিত্তিক এ স্টার্টআপটি “ক্লড” চ্যাটবট তৈরির জন্য পরিচিত। ২০২১ সালে ওপেনএআই-এর সাবেক নির্বাহীরা এটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে প্রতিষ্ঠানটির বাজারমূল্য প্রায় ১৮৩ বিলিয়ন মার্কিন ডলার।
সম্প্রতি কোম্পানিটি জানিয়েছে, তাদের ব্যবসায়িক গ্রাহক এখন তিন লাখের বেশি, আর এক লাখ ডলারের বেশি আয় করা অ্যাকাউন্টের সংখ্যা গত এক বছরে সাত গুণ বৃদ্ধি পেয়েছে।