তারেক রহমানেই আস্থা রাখছে জনগণ

- আপডেট সময় : ০১:০৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
- / 54

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অঙ্গনে যখন একদিকে গণতন্ত্র সংকুচিত, অন্যদিকে নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে, তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হয়ে উঠেছেন জনগণের নতুন আস্থার প্রতীক। রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা ঘোষণা নিয়ে বিএনপির নেতাকর্মীরা জনগণের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন নিরন্তর। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুরোদমে প্রস্তুতিও নিচ্ছে দলটি। নানা অনিশ্চয়তার পর লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের পর যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে দলটি। এরপর থেকে ক্রমেই স্পষ্ট হচ্ছে—দেশের একটি বড় অংশ রাজনৈতিক বিকল্প হিসেবে তাকিয়ে আছে তার দিকেই।
এ প্রেক্ষিতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে ‘রাষ্ট্র মেরামতের’ রূপরেখা তুলে ধরেছে, তা শুধু রাজনৈতিক দল নয়, বরং সুশীল সমাজ, তরুণ প্রজন্ম এবং পেশাজীবীদের মধ্যেও আলোচনার জন্ম দিয়েছে। ৩১ দফায় অন্তর্ভুক্ত রয়েছে—বিচার বিভাগ ও নির্বাচন কমিশনের স্বাধীনতা, দলীয় প্রভাবমুক্ত প্রশাসন, নিরাপত্তা বাহিনীর জবাবদিহিতা, মানবাধিকার সংরক্ষণ, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা—যা দীর্ঘদিনের দাবির প্রতিফলন।
গত ৪ জুলাই উত্তরা এলাকায় ঢাকা-১৮ আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা এস. এম. জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে ব্যাপক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে হাজারো সাধারণ মানুষ ও কর্মীদের উপস্থিতি এবং দলীয় শ্লোগানে উত্তরা এক সময় মিছিলমুখর হয়ে ওঠে। কর্মসূচিতে বারবার উচ্চারিত হয় একটিই নাম—তারেক রহমান।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারেক রহমান বর্তমানে রাজনীতিতে ভার্চুয়াল উপস্থিতি এবং স্পষ্ট রাজনৈতিক দিকনির্দেশনা দিয়ে দেশের অভ্যন্তরে ঐক্যবদ্ধ রাখছেন।
তারেক রহমানের ৩১ দফাকে কেন্দ্র করে একটি ভিন্নধর্মী রাজনৈতিক ভাষ্য তৈরি হয়েছে, যেখানে জনগণ নিজেকে সরাসরি সম্পৃক্ত ভাবছে। বিশেষ করে তরুণ সমাজ মনে করছে, এটি কেবল রাজনৈতিক শ্লোগান নয়, বরং একটি কার্যকর রাষ্ট্র কাঠামো তৈরির সুনির্দিষ্ট পরিকল্পনা।
গত দেড় যুগের রাজনৈতিকভাবে দমন-পীড়নের মধ্যেও বিএনপির নেতাকর্মীরা মাঠে সক্রিয় ছিলেন। এই সাহস ও সক্রিয়তার পেছনে যে নেতৃত্বের অনুপ্রেরণা রয়েছে, তা নিঃসন্দেহে তারেক রহমান।
সব মিলিয়ে বলা যায়, দমন-পীড়ন ও সংকটের মধ্যেও জনগণের মনে রাজনৈতিক মুক্তির আশার নাম এখন তারেক রহমান। একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে বাংলাদেশে নতুন করে ভরসা রাখছে জনগণ—তারেক রহমানের ওপরই।