মাধবদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে প্রায় শতাধিক দোকান

- আপডেট সময় : ০৪:৪৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
- / 59

নরসিংদীর মাধবদী বাজারে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদি, স্বর্ণালংকার, ইলেকট্রনিকসহ প্রায় শতাধিক দোকান পুড়ে গেছে।
শুক্রবার (৪ জুলাই) ভোর ৫টার দিকে মাধবদী বাজারের মুড়ি ও স্বর্ণ পট্টি এলাকায় আগুনের সূত্রপাত ঘটে।
স্থানীয় মসজিদের মাইক থেকে আগুন লাগার খবর প্রচার হলে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে অংশ নেয়। পরে মাধবদী, নরসিংদী ও পলাশ ফায়ার স্টেশনের মোট সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। টানা দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন আংশিক নিয়ন্ত্রণে আসে। পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সকাল ১০টা পর্যন্ত সময় লেগেছে।
মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রায়হান আহমেদ জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লাগলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে তদন্ত ছাড়া আগুনের প্রকৃত কারণ জানা সম্ভব নয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাজার এলাকার বৈদ্যুতিক গোলযোগ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
ক্ষয়ক্ষতির তালিকা অনুযায়ী, মুদি দোকান: ১৪টি, স্বর্ণ ও জুয়েলারি দোকান: ১১টি, ইলেকট্রিক ও প্লাস্টিক সামগ্রীর দোকান: ৯টি, স্টেশনারি দোকান: ৫টি
এবং অন্যান্য দোকান: ৩টি।
মোট ৪২টি দোকান সম্পূর্ণ বা আংশিকভাবে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিটি স্বর্ণের দোকানে গ্যাস সিলিন্ডার থাকায় ঝুঁকি আরও বাড়ে। দোকানগুলো পার্টিশন দিয়ে ছোট ছোট করে সাজানো থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের সহায়তায় ও ফায়ার সার্ভিসের নিরলস চেষ্টায় আশপাশের মার্কেটগুলো রক্ষা করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।