ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে ক্রিকেট দল পাঠাতে নিষেধ করেছে ভারত সরকার

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • / 34

বাংলাদেশে ক্রিকেট দল পাঠাতে নিষেধ করেছে ভারত সরকার

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী আগস্টে বাংলাদেশের সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। ভবিষ্যৎ সফর পরিকল্পনার (এফটিপি) আওতায় ১৭ আগস্ট থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং ২৬ আগস্ট থেকে শুরু হওয়ার কথা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে দুই দেশের রাজনৈতিক সম্পর্কে সাম্প্রতিক টানাপোড়েনের কারণে এই সফর এখন অনিশ্চয়তায় পড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, বাংলাদেশে ভারতীয় ক্রিকেট দলকে পাঠানো থেকে বিরত থাকতে বিসিসিআইকে পরামর্শ দিয়েছে ভারত সরকার। এক বিসিসিআই সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, “সরকার বলেছে, বাংলাদেশে এখন পরিস্থিতি ভালো নয়। তাই দল না পাঠানোই ভালো।”

এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, ৩০ জুন বিসিবির সভা শেষে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও ভারত সফর নিয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি। তিনি জানান, “ভারতীয় বোর্ডের সঙ্গে আমাদের ইতিবাচক আলোচনা হয়েছে। কীভাবে সিরিজ এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে কথাবার্তা চলছে।”

অন্যদিকে, পাকিস্তান দলের সফর নিশ্চিত হলেও ভারতের সফর নিয়ে দোটানায় রয়েছে বিসিসিআই। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের জনগণের মাঝে ভারতের বিরুদ্ধে বিরূপ মনোভাব, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে, ভারতীয় বোর্ডের এই দ্বিধার অন্যতম কারণ।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ওপর ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক চাপ, সীমান্ত হত্যা ইস্যু, এবং অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ দেশবাসীর মধ্যে ক্ষোভ বাড়িয়েছে। এই পরিস্থিতিতে ভারতের জাতীয় দল নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বলে ধারণা করা হচ্ছে।

ভারত সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল ২০২৪ সালে, যেখানে তারা টি-টোয়েন্টি এবং টেস্ট মিলিয়ে সবগুলো ম্যাচে জয় পেয়েছিল।

এখন দেখার বিষয়—বিসিবি ও বিসিসিআই কীভাবে আগস্ট সফর ঘিরে সিদ্ধান্তে পৌঁছায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে ক্রিকেট দল পাঠাতে নিষেধ করেছে ভারত সরকার

আপডেট সময় : ০৪:৩৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

আগামী আগস্টে বাংলাদেশের সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। ভবিষ্যৎ সফর পরিকল্পনার (এফটিপি) আওতায় ১৭ আগস্ট থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং ২৬ আগস্ট থেকে শুরু হওয়ার কথা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে দুই দেশের রাজনৈতিক সম্পর্কে সাম্প্রতিক টানাপোড়েনের কারণে এই সফর এখন অনিশ্চয়তায় পড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, বাংলাদেশে ভারতীয় ক্রিকেট দলকে পাঠানো থেকে বিরত থাকতে বিসিসিআইকে পরামর্শ দিয়েছে ভারত সরকার। এক বিসিসিআই সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, “সরকার বলেছে, বাংলাদেশে এখন পরিস্থিতি ভালো নয়। তাই দল না পাঠানোই ভালো।”

এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, ৩০ জুন বিসিবির সভা শেষে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও ভারত সফর নিয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি। তিনি জানান, “ভারতীয় বোর্ডের সঙ্গে আমাদের ইতিবাচক আলোচনা হয়েছে। কীভাবে সিরিজ এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে কথাবার্তা চলছে।”

অন্যদিকে, পাকিস্তান দলের সফর নিশ্চিত হলেও ভারতের সফর নিয়ে দোটানায় রয়েছে বিসিসিআই। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের জনগণের মাঝে ভারতের বিরুদ্ধে বিরূপ মনোভাব, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে, ভারতীয় বোর্ডের এই দ্বিধার অন্যতম কারণ।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ওপর ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক চাপ, সীমান্ত হত্যা ইস্যু, এবং অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ দেশবাসীর মধ্যে ক্ষোভ বাড়িয়েছে। এই পরিস্থিতিতে ভারতের জাতীয় দল নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বলে ধারণা করা হচ্ছে।

ভারত সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল ২০২৪ সালে, যেখানে তারা টি-টোয়েন্টি এবং টেস্ট মিলিয়ে সবগুলো ম্যাচে জয় পেয়েছিল।

এখন দেখার বিষয়—বিসিবি ও বিসিসিআই কীভাবে আগস্ট সফর ঘিরে সিদ্ধান্তে পৌঁছায়।