ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সালাহউদ্দিন আহমেদ

আদালতকে ফ্যাসিস্টদের দখলমুক্ত করতে হবে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:১০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • / 61

সালাহউদ্দিন আহমেদ

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, উচ্চ ও নিম্ন আদালত ফ্যাসিস্টমুক্ত না হলে স্বাধীন বিচার ব্যবস্থা কার্যকর হবে না। ফ্যাসিস্টদের বহাল রেখে যতই কড়া আইন করা হোক, তার অপব্যবহার অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের নবম দিনের আলোচনাসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমাদের পরিষ্কার বক্তব্য হলো, উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টদের দখলমুক্ত করতে হবে। বিচারব্যবস্থা কার্যকর করতে হলে আগে এই ফ্যাসিস্ট দোসরদের সরাতে হবে। এখনই তারা আইন অপব্যবহার করছে, নিজেদের সুবিধা নিচ্ছে।”

তিনি আরও বলেন, “আমাদের রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিকসহ সাধারণ মানুষদের বেআইনিভাবে সাজা দেওয়া হয়েছে। এখন যাদের বদলি বা বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটাই যথেষ্ট নয়—তাদের বিরুদ্ধে অপরাধ অনুযায়ী বিচার নিশ্চিত করতে হবে।”

আদালতের মাধ্যমে আওয়ামী লীগের অপরাধী ব্যক্তিরা জামিন পাচ্ছেন অভিযোগ করে তিনি বলেন, “জেলা থেকে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত তাদের জামিন হয়ে যাচ্ছে। এর পেছনে যারা কাজ করছে, তারা ফ্যাসিস্টদের দোসর।”

ক্ষমতা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, এতে বিচারপ্রার্থী জনগণ উপকৃত হবেন।

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিধান নিয়েও সমালোচনা করেন সালাহউদ্দিন। তিনি বলেন, “ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি থেকে শুরু করে বড় অপরাধীদেরও ক্ষমা করে দেওয়া হয়েছে। এতে হত্যাকাণ্ডকে উৎসাহ দেওয়া হয়েছে। নীতিগতভাবে আমরা একমত হয়েছি, রাষ্ট্রপতির ক্ষমতা যেন আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সালাহউদ্দিন আহমেদ

আদালতকে ফ্যাসিস্টদের দখলমুক্ত করতে হবে

আপডেট সময় : ১২:১০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, উচ্চ ও নিম্ন আদালত ফ্যাসিস্টমুক্ত না হলে স্বাধীন বিচার ব্যবস্থা কার্যকর হবে না। ফ্যাসিস্টদের বহাল রেখে যতই কড়া আইন করা হোক, তার অপব্যবহার অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের নবম দিনের আলোচনাসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমাদের পরিষ্কার বক্তব্য হলো, উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টদের দখলমুক্ত করতে হবে। বিচারব্যবস্থা কার্যকর করতে হলে আগে এই ফ্যাসিস্ট দোসরদের সরাতে হবে। এখনই তারা আইন অপব্যবহার করছে, নিজেদের সুবিধা নিচ্ছে।”

তিনি আরও বলেন, “আমাদের রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিকসহ সাধারণ মানুষদের বেআইনিভাবে সাজা দেওয়া হয়েছে। এখন যাদের বদলি বা বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটাই যথেষ্ট নয়—তাদের বিরুদ্ধে অপরাধ অনুযায়ী বিচার নিশ্চিত করতে হবে।”

আদালতের মাধ্যমে আওয়ামী লীগের অপরাধী ব্যক্তিরা জামিন পাচ্ছেন অভিযোগ করে তিনি বলেন, “জেলা থেকে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত তাদের জামিন হয়ে যাচ্ছে। এর পেছনে যারা কাজ করছে, তারা ফ্যাসিস্টদের দোসর।”

ক্ষমতা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, এতে বিচারপ্রার্থী জনগণ উপকৃত হবেন।

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিধান নিয়েও সমালোচনা করেন সালাহউদ্দিন। তিনি বলেন, “ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি থেকে শুরু করে বড় অপরাধীদেরও ক্ষমা করে দেওয়া হয়েছে। এতে হত্যাকাণ্ডকে উৎসাহ দেওয়া হয়েছে। নীতিগতভাবে আমরা একমত হয়েছি, রাষ্ট্রপতির ক্ষমতা যেন আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়।”