আরব মোল্লার পাশে দাঁড়ালেন বিএনপি নেতা ফরিদ

- আপডেট সময় : ১১:৫৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
- / 34

মোংলায় এক বাকপ্রতিবন্ধীকে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। উপজেলার চিলা ইউনিয়নের উলুকাটা গ্রামের বাসিন্দা বাকপ্রতিবন্ধী আরব মোল্লাকে (৪৫) দোকান করে দিয়ে এই সহায়তা দেন তিনি।
আরব মোল্লা শারীরিকভাবে আংশিক অক্ষম এবং তার দুই সন্তানের একজনও বাকপ্রতিবন্ধী। দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করে আসছিলেন তিনি। বিএনপি নেতা ফরিদ এর আগেও তাকে বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা করেছিলেন, তবে এবার তিনি এক লাখ টাকা মূল্যের দোকান করে দেন, যাতে পরিবারটি টিকে থাকতে পারে।
বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ওই দোকান উদ্বোধন করেন ফরিদ। দোকানটি আরবের পরিবারের আয়ের একটি স্থায়ী উৎস হবে বলে আশা করা হচ্ছে।

আরব মোল্লার স্ত্রী পারুল বেগম বলেন, “আমার স্বামী বাকপ্রতিবন্ধী এবং কর্ম অক্ষম হলেও বিএনপির একজন নিষ্ঠাবান কর্মী। তিনি অতীতে বিভিন্ন আন্দোলন-প্রোগ্রামে অংশ নিয়েছেন। ফরিদ ভাই তাকে আগেও সহায়তা করেছেন, কিন্তু এবার তিনি যে দোকান করে দিয়েছেন, তা আমাদের পরিবারের জীবনে বড় একটা পরিবর্তন আনবে।”
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু তালেব হাওলাদার বলেন, “লায়ন ফরিদ এই এলাকার সকলের হৃদয়ের মানুষ। রাজনীতির পাশাপাশি তিনি গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়ান—চিকিৎসা, বিয়ে, পড়াশোনা, বেকারত্ব ও পুনর্বাসনে তার অবদান অসামান্য।”
বিএনপি নেতা লায়ন ডা. শেখ ফরিদুল ইসলাম বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকে আমি এই সহায়তা করেছি। এর আগে আরবকে সাহায্য করলেও সে আত্মনির্ভর হতে পারেনি। এবার স্থায়ীভাবে তাকে সহযোগিতা করেছি যাতে সে ও তার পরিবার সম্মানের সঙ্গে বাঁচতে পারে। সমাজের সামর্থ্যবানদের উচিত নিজেদের এলাকায় এমন উদ্যোগ নেওয়া।”