নির্দেশনা পেলেই নির্বাচনে সহযোগিতায় প্রস্তুত সেনাবাহিনী

- আপডেট সময় : ০৫:৪২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
- / 44

নির্বাচন কমিশন (ইসি) থেকে এখনো কোনো নির্দেশনা না এলেও, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস পরিদপ্তরের স্টাফ কর্নেল শফিকুল ইসলাম।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বনানীর সেনাসদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সাম্প্রতিক সময়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সেনাবাহিনীর সংশ্লিষ্ট কার্যক্রম তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তিনি জানান, গত দুই সপ্তাহে সেনাবাহিনী ২৬টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার করেছে। একই সময়ে চার শতাধিক কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। পাহাড়ি এলাকায় শান্তি বজায় রাখতে অব্যাহত রয়েছে অভিযান।
চট্টগ্রাম অঞ্চল থেকে গত দুই সপ্তাহে ১৩টি আগ্নেয়াস্ত্র জব্দ ও ২৩ জন সন্ত্রাসীকে গ্রেপ্তারের তথ্য দিয়ে কর্নেল শফিকুল বলেন, ৫ আগস্টের পর থেকে ৮০ শতাংশ অস্ত্র উদ্ধার সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। সেনাবাহিনী যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সর্বদা সতর্ক রয়েছে এবং থাকবে।
গুম বা জোরপূর্বক নিখোঁজের ঘটনায় সেনা সদস্যদের সংশ্লিষ্টতা প্রসঙ্গে কর্নেল শফিকুল ইসলাম বলেন, তদন্তে দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।