সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

- আপডেট সময় : ১১:৪১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- / 41

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে বুধবার (২ জুলাই) তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা রেঞ্জ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মানিকগঞ্জ জেলা পুলিশের একটি বিশেষ টিম গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুর্জয়কে গ্রেপ্তার করে।
তবে ঠিক কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। মামলার প্রকৃতি ও বিস্তারিত তথ্য দ্রুত জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দুর্জয় মানিকগঞ্জ-১ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। খেলোয়াড়ি জীবনে তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
গ্রেপ্তারের পর তাকে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এই ঘটনার পর এলাকায় ও ক্রীড়া অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।