অর্থবছরের প্রথম দিনে মোংলায় ভিড়ল ৪ বিদেশি জাহাজ

- আপডেট সময় : ০৩:৪৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- / 46

নতুন অর্থবছরের সূচনায়ই ব্যস্ত সময় পার করছে মোংলা সমুদ্রবন্দর। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দিন, ১ জুলাই, বন্দরের বিভিন্ন জেটিতে নোঙর করেছে ৪টি বিদেশি বাণিজ্যিক জাহাজ।
বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান জানান, আগের বছরের সব লক্ষ্য সফলভাবে অর্জন করায় এ ধারাবাহিকতা ধরে রাখতে বন্দর কর্তৃপক্ষ বদ্ধপরিকর।
নতুন অর্থবছরের প্রথম দিনে ৫ নম্বর জেটিতে ২৯৯ টিইইউ কনটেইনার নিয়ে ভিড়েছে সিঙ্গাপুর পতাকাবাহী জাহাজ কোটা রেস্টু। ৬ নম্বর জেটিতে চিটাগুড় নিয়ে এসেছে পানামা পতাকাবাহী এমটি হাইয়ং। ৭ নম্বর জেটিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের যন্ত্রপাতি নিয়ে এসেছে সিয়েরা লিওন পতাকাবাহী এমভি হিস্ট্রি এডওয়ার্ড, এবং ৯ নম্বর জেটিতে পাওয়ার গ্রিড কোম্পানির মেশিনারিজ নিয়ে ভিড়েছে পানামার এমভি ডি এস প্রপার্টি।
এছাড়া বন্দরের চ্যানেল ও জেটিতে মোট ১৪টি বিদেশি জাহাজ অবস্থান করছে—হারবাড়িয়ায় ৭টি, বেসক্রিকে ২টি এবং এলপিজি জেটিতে ১টি।
এসব জাহাজে রয়েছে কয়লা, চিটাগুড়, চাল, সার, ক্লিংকার, এলপিজি, পাথর, সিমেন্ট তৈরির কাঁচামালসহ বিভিন্ন প্রকল্পের যন্ত্রপাতি। মোংলা বন্দরের ক্রমবর্ধমান কর্মব্যস্ততা এবং সক্ষমতা বাণিজ্যিক সম্ভাবনাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।