নিধির প্রশ্নে স্তব্ধ মিলনায়তন, চোখের পানি মুছলেন তারেক রহমান

- আপডেট সময় : ১১:২৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
- / 25

গুম হওয়া ছাত্রদল নেতা পারভেজের কিশোরী কন্যা নিধির হৃদয়স্পর্শী বক্তব্যে আবেগে আপ্লুত হয়ে পড়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাবাকে ফিরে পাওয়ার আকুতিতে নিধি যখন বলেন, “আমি আর আমার ভাই বাবাকে কি কোনোদিন জড়িয়ে ধরতে পারবো না?”—তখন নিস্তব্ধতা নেমে আসে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সভা কক্ষে।
মঙ্গলবার (১ জুলাই) সেখানে ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক বিশেষ আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এটি ছিল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান স্মরণে শহীদ ও গুম হওয়া ব্যক্তিদের সম্মানে আয়োজিত এক ব্যতিক্রমধর্মী সম্মেলন।
সভাস্থলে থাকা জায়ান্ট স্ক্রিনে সরাসরি যুক্ত ছিলেন তারেক রহমান। নিধির কথায় তিনি বারবার চোখ মুছতে দেখা যান। উপস্থিত দর্শকরাও আবেগ ধরে রাখতে পারেননি।
নিধি ছাড়াও গুম ও নিপীড়নের শিকার অনেক পরিবারের সদস্য সভায় অংশ নেন। তারা তুলে ধরেন স্বজন হারানোর যন্ত্রণা, অর্থনৈতিক সংকট এবং ভবিষ্যৎ অনিশ্চয়তার ভয়াবহ চিত্র।
গুম হওয়া ব্যক্তিদের নিয়ে কাজ করা সংগঠন মায়ের ডাক-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি বলেন, “যেসব রাষ্ট্রীয় সংস্থা এই গুমে জড়িত, তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত কেউই দায় এড়িয়ে যেতে পারেন না।”
এই মানবিক আবেদন নতুন করে সামনে নিয়ে আসে বহু বছরের পুরোনো সেই প্রশ্ন—এই মানুষগুলো কি কখনো সত্যিকার বিচার পাবে? নিখোঁজ স্বজনরা কি কোনোদিন ফিরে আসবে?