ঢাকা ১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নাসির-তামিমার আত্মপক্ষ সমর্থনের শুনানি ১৪ জুলাই

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৩৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • / 45

নাসির-তামিমা

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে বিবাহ, ব্যভিচার ও মানহানির অভিযোগে দায়ের করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ১৪ জুলাই নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

মঙ্গলবার (১ জুলাই) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে আত্মপক্ষ সমর্থনের শুনানির দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষ শুনানি পেছানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। বাদীপক্ষের আইনজীবী ইসরাত হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

সেদিন আদালতে নাসির উপস্থিত থাকলেও তামিমা সময়ের আবেদন করে হাজিরা থেকে বিরত থাকেন। শুনানি শেষে আদালত তার আবেদনও মঞ্জুর করেন।

উল্লেখ্য, মামলাটিতে এখন পর্যন্ত ১০ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ সম্পন্ন হয়েছে। ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি আদালত নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। তবে নাসিরের শাশুড়ি সুমি আক্তারকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।

বাদী রাকিব হাসান মামলায় অভিযোগ করেন, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তিনি তামিমাকে বিয়ে করেন এবং তাদের আট বছরের একটি কন্যা সন্তান রয়েছে। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিয়ের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি বিষয়টি জানতে পারেন।

রাকিবের অভিযোগ, বৈবাহিক সম্পর্ক চলমান থাকা অবস্থায় তামিমা নাসিরকে বিয়ে করেন—যা ধর্মীয় ও আইনি দিক থেকে অবৈধ। তামিমাকে প্রলুব্ধ করে নিজের কাছে নিয়ে গেছেন নাসির। এর ফলে রাকিব ও তার মেয়ের মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং রাকিবের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।

মামলাটির পরবর্তী দুটি ধাপ শেষে রায় ঘোষণা করবেন আদালত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাসির-তামিমার আত্মপক্ষ সমর্থনের শুনানি ১৪ জুলাই

আপডেট সময় : ১১:৩৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে বিবাহ, ব্যভিচার ও মানহানির অভিযোগে দায়ের করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ১৪ জুলাই নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

মঙ্গলবার (১ জুলাই) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে আত্মপক্ষ সমর্থনের শুনানির দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষ শুনানি পেছানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। বাদীপক্ষের আইনজীবী ইসরাত হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

সেদিন আদালতে নাসির উপস্থিত থাকলেও তামিমা সময়ের আবেদন করে হাজিরা থেকে বিরত থাকেন। শুনানি শেষে আদালত তার আবেদনও মঞ্জুর করেন।

উল্লেখ্য, মামলাটিতে এখন পর্যন্ত ১০ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ সম্পন্ন হয়েছে। ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি আদালত নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। তবে নাসিরের শাশুড়ি সুমি আক্তারকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।

বাদী রাকিব হাসান মামলায় অভিযোগ করেন, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তিনি তামিমাকে বিয়ে করেন এবং তাদের আট বছরের একটি কন্যা সন্তান রয়েছে। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিয়ের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি বিষয়টি জানতে পারেন।

রাকিবের অভিযোগ, বৈবাহিক সম্পর্ক চলমান থাকা অবস্থায় তামিমা নাসিরকে বিয়ে করেন—যা ধর্মীয় ও আইনি দিক থেকে অবৈধ। তামিমাকে প্রলুব্ধ করে নিজের কাছে নিয়ে গেছেন নাসির। এর ফলে রাকিব ও তার মেয়ের মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং রাকিবের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।

মামলাটির পরবর্তী দুটি ধাপ শেষে রায় ঘোষণা করবেন আদালত।