গণতান্ত্রিক ব্যবস্থার প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: খালেদা জিয়া

- আপডেট সময় : ১১:১৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
- / 23

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, দেশের বিদ্যমান সংকট কাটিয়ে উঠতে নতুনভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে দ্রুত প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। সেই সঙ্গে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার শিকারদের তালিকা তৈরি, দ্রুত বিচার নিশ্চিত এবং তাদের পরিবারকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসনের দাবি জানান তিনি।
মঙ্গলবার (১ জুলাই) রাতে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত একটি আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন খালেদা জিয়া। ‘গণঅভ্যুত্থান ২০২৪ : জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক এই অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের সম্মান জানানো হয়।
খালেদা জিয়া বলেন, “দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী শাসন জনগণের ওপর দমন-পীড়নের যে ইতিহাস সৃষ্টি করেছে, তা গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রত্যাখ্যাত হয়েছে। আজ আমাদের সামনে নতুন করে একটি বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে।”
তিনি আরও বলেন, “গণতন্ত্রকে ধ্বংস করতে যারা গুম, খুন ও নিপীড়নের পথ বেছে নিয়েছিল, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সময়ের দাবি। এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা ও সম্মানজনক ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে।”
সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, “আমরা চাই শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ। আসুন সবাই মিলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার পথে ঐক্যবদ্ধ হই।”
খালেদা জিয়া জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, “বীর শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, তা নিশ্চিত করতে হবে। যে রক্ত আর অশ্রু দিয়ে এ পথ রচিত হয়েছে, তা যেন একাত্তরের চেতনার সঙ্গেই যুক্ত হয় নতুন বাংলাদেশের পথে।”