ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ

কুষ্টিয়ায় জুলাই বিপ্লব নিয়ে পুলিশ সদস্যের কটুক্তি

মো. মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া
  • আপডেট সময় : ১১:৫৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • / 26

প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই বিপ্লব নিয়ে এক পুলিশ সদস্যের কটুক্তিমূলক ফেসবুকে পোস্ট দেওয়ার প্রতিবাদ ও শাস্তির দাবিতে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (০১ জুন) রাত ৮টার থেকে পুলিশ লাইনের সামনে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

এসময় তারা কুষ্টিয়া পুলিশ লাইনের প্রধান ফটকের সামনে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন।অবরোধ চলাকালে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভ চলছিল।

বৈষমবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাকর্মীদের অভিযোগ, কুষ্টিয়া ট্রাফিক পুলিশে কর্মরত ট্রাফিক কনস্টেবল ফারজুল ইসলাম রনি আজ মঙ্গলবার তার ফেসবুকে জুলাই বিপ্লব নিয়ে কটুক্তিমূলক মন্তব্য করে একটি পোস্ট দেন। বিষয়টি জানাজানি হলে রাত ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পুলিশ লাইনের সামনে মহাসড়ক অবরোধ করেন। এসময় তারা টায়ার জ্বালিয়ে পুলিশ সদস্যের শাস্তির দাবিতে নানা স্লোগান দেন।

কুষ্টিয়ায় জুলাই বিপ্লব নিয়ে পুলিশ সদস্যের কটুক্তি
কুষ্টিয়ায় জুলাই বিপ্লব নিয়ে পুলিশ সদস্যের কটুক্তি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান বলেন, কুষ্টিয়া ট্রাফিক বিভাগের কর্মরত কনস্টেবল ফারজুল ইসলাম রনি ফেসবুকে জুলাই অবমাননাকর কটূক্তিমূলক পোস্ট করেছেন। আমরা তারই প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছি এবং পুলিশ সুপারের কার্যলয়ের সামনে সড়ক অবরোধ করে শাস্তির দাবি জানাচ্ছি। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত আমদের আন্দোলন চলবে। তাকে দ্রুত গ্রেপ্তার করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব মোস্তাফিজুর রহমান বলেন, জুলাইকে কটূক্তি করে পোস্ট দিয়েছেন পুলিশ সদস্য ফারজুল। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ওই পুলিশ সদস্যকে দ্রুত গ্রেপ্তার করা হোক৷

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন,এরই মধ্যে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়েছে। এই নিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

উল্লেখ, ফারজুল ইসলাম রনি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার দহকুলা গ্রামের মৃত জালাল উদ্দিন মৃধার ছেলে। তিনি ২০২৩ সালের ১৩ জুলাই থেকে কুষ্টিয়া ট্রাফিক বিভাগে কর্মরত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ

কুষ্টিয়ায় জুলাই বিপ্লব নিয়ে পুলিশ সদস্যের কটুক্তি

আপডেট সময় : ১১:৫৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

জুলাই বিপ্লব নিয়ে এক পুলিশ সদস্যের কটুক্তিমূলক ফেসবুকে পোস্ট দেওয়ার প্রতিবাদ ও শাস্তির দাবিতে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (০১ জুন) রাত ৮টার থেকে পুলিশ লাইনের সামনে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

এসময় তারা কুষ্টিয়া পুলিশ লাইনের প্রধান ফটকের সামনে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন।অবরোধ চলাকালে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভ চলছিল।

বৈষমবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাকর্মীদের অভিযোগ, কুষ্টিয়া ট্রাফিক পুলিশে কর্মরত ট্রাফিক কনস্টেবল ফারজুল ইসলাম রনি আজ মঙ্গলবার তার ফেসবুকে জুলাই বিপ্লব নিয়ে কটুক্তিমূলক মন্তব্য করে একটি পোস্ট দেন। বিষয়টি জানাজানি হলে রাত ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পুলিশ লাইনের সামনে মহাসড়ক অবরোধ করেন। এসময় তারা টায়ার জ্বালিয়ে পুলিশ সদস্যের শাস্তির দাবিতে নানা স্লোগান দেন।

কুষ্টিয়ায় জুলাই বিপ্লব নিয়ে পুলিশ সদস্যের কটুক্তি
কুষ্টিয়ায় জুলাই বিপ্লব নিয়ে পুলিশ সদস্যের কটুক্তি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান বলেন, কুষ্টিয়া ট্রাফিক বিভাগের কর্মরত কনস্টেবল ফারজুল ইসলাম রনি ফেসবুকে জুলাই অবমাননাকর কটূক্তিমূলক পোস্ট করেছেন। আমরা তারই প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছি এবং পুলিশ সুপারের কার্যলয়ের সামনে সড়ক অবরোধ করে শাস্তির দাবি জানাচ্ছি। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত আমদের আন্দোলন চলবে। তাকে দ্রুত গ্রেপ্তার করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব মোস্তাফিজুর রহমান বলেন, জুলাইকে কটূক্তি করে পোস্ট দিয়েছেন পুলিশ সদস্য ফারজুল। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ওই পুলিশ সদস্যকে দ্রুত গ্রেপ্তার করা হোক৷

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন,এরই মধ্যে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়েছে। এই নিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

উল্লেখ, ফারজুল ইসলাম রনি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার দহকুলা গ্রামের মৃত জালাল উদ্দিন মৃধার ছেলে। তিনি ২০২৩ সালের ১৩ জুলাই থেকে কুষ্টিয়া ট্রাফিক বিভাগে কর্মরত।