কলরেকর্ড ফাঁসের জেরে থাই প্রধানমন্ত্রী বরখাস্ত

- আপডেট সময় : ০২:০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
- / 44

ফাঁস হওয়া একটি ফোনালাপের জেরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রাকে সাময়িক বরখাস্ত করেছে দেশটির সাংবিধানিক আদালত। মঙ্গলবার (১ জুলাই) আদালতের নয় বিচারকের মধ্যে সাতজন বরখাস্তের পক্ষে মত দেন। প্রধানমন্ত্রীকে আত্মপক্ষ সমর্থনের জন্য ১৫ দিন সময় দেওয়া হয়েছে।
ফোনালাপে কম্বোডিয়ার সঙ্গে সামরিক উত্তেজনার সময়কার কথোপকথন ফাঁস হয়, যেখানে পেতংতার্নকে কম্বোডিয়ার সিনেট প্রেসিডেন্ট হুন সেনের সঙ্গে আলোচনা করতে এবং থাই সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে সমালোচনা করতে শোনা যায়। এতে জনমনে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ব্যাংককে বিক্ষোভে রাস্তায় নামে হাজারো মানুষ।
সাময়িক বরখাস্তের রায়ের পর পেতংতার্ন বলেন, “আমি আদালতের রায় মেনে নিচ্ছি এবং সবসময় দেশের জন্য সর্বোচ্চটা করার চেষ্টা করেছি।”
বিশ্লেষকদের মতে, আদালতের এই সিদ্ধান্ত রাজনৈতিক অস্থিরতা বাড়াবে। উপপ্রধানমন্ত্রী সুরিয়া জুনগ্রুংরুয়াংকিত ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনার প্রেক্ষাপটে রাজা মহা বজিরালংকর্ণ পেতংতার্নের মন্ত্রিসভায় রদবদলের অনুমোদন দেন, তবে প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত হওয়ায় তার সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব নেওয়া নিয়েও প্রশ্ন উঠেছে।
এদিকে, সাবেক প্রধানমন্ত্রী ও পেতংতার্নের পিতা থাকসিন শিনাওয়াত্রা রাজতন্ত্র অবমাননার মামলায় ব্যাংককের আদালতে হাজির হয়েছেন। ২০১৫ সালে দক্ষিণ কোরিয়ায় দেওয়া এক সাক্ষাৎকারের জন্য তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়, যার সর্বোচ্চ শাস্তি ১৫ বছরের কারাদণ্ড।
বিশ্লেষকরা বলছেন, শিনাওয়াত্রা পরিবার এখন সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের মুখে।