মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বাংলাদেশে গণতন্ত্রের ইস্যুতে চীনের মনোভাব অত্যন্ত ইতিবাচক

- আপডেট সময় : ১১:১৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
- / 29

বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় চীনের মনোভাব অত্যন্ত ইতিবাচক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি জানান, সম্প্রতি বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঁচ দিনের সফরে চীন গিয়েছিল। সেখানে চীনা কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে একাধিক বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক সংকট এবং রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়।
বৈঠকে চীনের পক্ষ থেকে জানানো হয়, তারা ভবিষ্যতে শুধু অবকাঠামো নয়, বরং প্রযুক্তি, স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি খাতেও বাংলাদেশে আরও সক্রিয় ভূমিকা রাখতে আগ্রহী। পাশাপাশি একটি নির্বাচিত ও প্রতিনিধিত্বমূলক সরকারের সঙ্গে সহযোগিতা গড়ার প্রত্যাশাও প্রকাশ করে চীন।
সফরের সময় চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান লি হংসং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের জন্য আমন্ত্রণ জানান।
মির্জা ফখরুল বলেন, বৈঠকে বিএনপি ‘এক চীন নীতি’র প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে চীনের অগ্রগতির প্রশংসা জানায়।
আলোচনায় উঠে আসে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ হাসপাতালকে আরও উন্নতকরণ, কৃষিপণ্য রপ্তানির অবকাঠামো উন্নয়ন, বাংলাদেশিদের জন্য চীনে বিশেষায়িত চিকিৎসা সুযোগ এবং স্থলপথে দুই দেশের সংযোগ স্থাপন নিয়ে প্রস্তাবনা।
এছাড়াও, চীনের কাছে বিদ্যমান ঋণের পরিশোধ সময়সীমা বাড়ানো, কিছু ফি পুনর্বিবেচনা এবং অনুদান বিষয়েও চীনকে অনুরোধ জানায় বিএনপি। এসব বিষয়ে চীন ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।
সফরকারী দলের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমানসহ দলের জ্যেষ্ঠ নেতারা।