প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোন সংলাপ

- আপডেট সময় : ১০:৪৩:১২ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
- / 31

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দুই নেতার মধ্যে এই সংলাপ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, প্রায় ১৫ মিনিটের এই আলাপ ছিল উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ। তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন।
এর আগে, চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি প্রযুক্তি খাতের শীর্ষ উদ্যোক্তা ইলন মাস্কের সঙ্গে ফোনালাপে যুক্ত হন অধ্যাপক ইউনূস। যদিও সেই আলোচনার বিস্তারিত প্রকাশ করা হয়নি।
এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক চিঠিতে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যে আরোপিত সম্পূরক শুল্ক পুনর্বিবেচনার অনুরোধ জানান প্রধান উপদেষ্টা। চিঠিতে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং তিন মাসের জন্য শুল্ক স্থগিতের প্রস্তাব দেন।
চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের এলএনজি আমদানিতে দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম দেশ হিসেবে দীর্ঘমেয়াদি চুক্তি করেছে এবং কৃষিপণ্যের আমদানিও বাড়ানো হচ্ছে, যার মধ্যে রয়েছে তুলা, গম, ভুট্টা ও সয়াবিন।
বাংলাদেশ সরকার ঢাকায় ‘ডেডিকেটেড বন্ডেড ওয়্যারহাউস’ স্থাপন করছে, যা আমেরিকান কৃষিপণ্যের শুল্কমুক্ত প্রবেশের সুযোগ তৈরি করবে।
এছাড়া, তুলা, স্ক্র্যাপ লোহা ও কৃষিপণ্য শূন্য শুল্কে আমদানির পাশাপাশি মার্কিন মূলধারার শিল্পপণ্য যেমন গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর ও চিকিৎসা যন্ত্রপাতিতে শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত কমানো হচ্ছে।
বাণিজ্যকে সহজ করতে পণ্যের মান নিয়ন্ত্রণ, প্যাকেজিং ও লেবেলিংয়ের বিধান সহজ করার পাশাপাশি শুল্ক প্রক্রিয়া সরলীকরণ এবং অশুল্ক বাধা হ্রাসের উদ্যোগ নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।