পেছাতে পারে ভারতের বাংলাদেশ সফর

- আপডেট সময় : ১০:৫৮:০৮ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
- / 33

আগামী আগস্টে বাংলাদেশ সফরে এসে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। তবে নির্ধারিত সেই সূচি অনুযায়ী খেলতে চাচ্ছে না বিসিসিআই। ভারতীয় বোর্ড বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছে, তারা সিরিজটি নভেম্বরে আয়োজন করতে চায়। ফলে অনিশ্চয়তায় পড়েছে এই বহুল প্রত্যাশিত দ্বিপাক্ষিক সিরিজ।
আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী, আগস্টে বাংলাদেশের মাটিতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল ভারতীয় দলের। বিসিবি এই সূচি প্রায় চূড়ান্ত করেও ফেলেছিল। কিন্তু সিরিজ শুরুর মাত্র দেড় মাস আগে ভারত হঠাৎ সময় পরিবর্তনের প্রস্তাব দেয়। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূচি অনুযায়ী, প্রথম ওয়ানডে মাঠে গড়ানোর কথা ছিল ১৭ আগস্ট, মিরপুরে। দ্বিতীয় ওয়ানডে ২০ আগস্ট একই ভেন্যুতে এবং তৃতীয় ওয়ানডে ২৩ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চট্টগ্রামে।
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ নির্ধারিত ছিল ২৬ আগস্ট চট্টগ্রামে, বাকি দুটি ম্যাচ ২৯ ও ৩১ আগস্ট হওয়ার কথা ছিল মিরপুরে।
নতুন তারিখে সিরিজ আয়োজনে বিসিবি সম্মত হবে কিনা, তা এখনো জানা যায়নি। তবে সূচির এই অনিশ্চয়তা ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।