খিলক্ষেতে স্থায়ী মন্দির নির্মাণের আশ্বাস
হিন্দুদের জন্য সুখবর দিলেন তারেক রহমান

- আপডেট সময় : ১১:৩৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
- / 37

রাজধানীর খিলক্ষেতে উচ্ছেদ হওয়া দুর্গা মন্দিরের স্থানে একটি স্থায়ী মন্দির নির্মাণের আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৯ জুন) বিকেলে ওই স্থান পরিদর্শন করে তার পক্ষ থেকে এই আশ্বাস দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতারা। মূলত তারেক রহমানের পক্ষ থেকে হিন্দুদের এই সুখবর দিতেই তারা সেখানে গিয়েছিলেন।
পরিদর্শনে উপস্থিত ছিলেন ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, মহাসচিব তরুণ দে, ভাইস চেয়ারম্যান রমেশ দত্ত, সিনিয়র যুগ্ম মহাসচিব মিল্টন বৈদ্য এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনন্দ সাহাসহ আরও অনেকে।

নেতারা জানান, প্রতিবছর ওই এলাকায় অস্থায়ীভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হলেও এবছর পূজা শেষে মন্দির সরানো না হওয়ায় রেল কর্তৃপক্ষ উচ্ছেদ করে। তারা মন্দির ভাঙচুর ও প্রতিমা বিনষ্টের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি ধর্মীয় অনুভূতির ওপর আঘাত এবং সাংবিধানিক অধিকারের লঙ্ঘন।
ফ্রন্ট নেতারা জানান, তারেক রহমানের নির্দেশে বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় এলে সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা ও সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। সারাদেশে সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর ঘোষণাও দেন তারা।