ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই পদযাত্রা কর্মসূচি ঘোষণা

সরকার ব্যর্থ হওয়ায় ‘জুলাই সনদ’ প্রকাশ করবে এনসিপি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:১৪:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 38

এনসিপির সংবাদ সম্মেলন

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকার ঘোষিত ‘জুলাই ঘোষণাপত্র’ না আসায় এবার নিজ উদ্যোগে ‘জুলাই সনদ’ প্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম রোববার (২৯ জুন) ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

তিনি জানান, ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে সরকারকে ৩০ দিনের সময়সীমা দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো রোডম্যাপ বা প্রতিশ্রুতি না আসায় এনসিপি নিজস্ব দলিল প্রকাশ করবে।

নাহিদ বলেন, “১ জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে ‘জুলাই পদযাত্রা’ শুরু হবে। মাসব্যাপী এই কর্মসূচির আওতায় শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করে তাদের অভিজ্ঞতা লিপিবদ্ধ করা হবে।”

তিনি আরও বলেন, “আগামী দিনে যারা রাষ্ট্রক্ষমতায় আসতে চান, তাদের এখনই জানাতে হবে—বিচার ও জবাবদিহি কীভাবে নিশ্চিত করা হবে। জনগণের সামনে স্পষ্ট রূপরেখা দিতে হবে।”

সংবাদ সম্মেলনে ঐকমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজ বলেন, “সংস্কারের যে যাত্রা একসময় আশাব্যঞ্জক ছিল, তা কাঠামোগত বাধা ও বাস্তব সংকটে কিছুটা স্তব্ধ হয়ে পড়েছে।” তিনি জানান, শহীদ আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতে সনদ প্রকাশের পরিকল্পনা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। তবে জুলাই মাসেই সনদ প্রকাশের প্রস্তুতি চলছে।

এসময় জানানো হয়, ‘জুলাই পদযাত্রা’ বাস্তবায়নে সারজিস আলমকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারের নীরবতার জবাবে এনসিপির এই উদ্যোগ বিকল্প রাজনৈতিক চাপ তৈরির কৌশল। বিচারহীনতা ও দমনমূলক ব্যবস্থার বিরুদ্ধে ‘জুলাই সনদ’ একটি শক্তিশালী রাজনৈতিক রূপরেখা হয়ে উঠতে পারে বলে অনেকের ধারণা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জুলাই পদযাত্রা কর্মসূচি ঘোষণা

সরকার ব্যর্থ হওয়ায় ‘জুলাই সনদ’ প্রকাশ করবে এনসিপি

আপডেট সময় : ০১:১৪:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

সরকার ঘোষিত ‘জুলাই ঘোষণাপত্র’ না আসায় এবার নিজ উদ্যোগে ‘জুলাই সনদ’ প্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম রোববার (২৯ জুন) ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

তিনি জানান, ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে সরকারকে ৩০ দিনের সময়সীমা দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো রোডম্যাপ বা প্রতিশ্রুতি না আসায় এনসিপি নিজস্ব দলিল প্রকাশ করবে।

নাহিদ বলেন, “১ জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে ‘জুলাই পদযাত্রা’ শুরু হবে। মাসব্যাপী এই কর্মসূচির আওতায় শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করে তাদের অভিজ্ঞতা লিপিবদ্ধ করা হবে।”

তিনি আরও বলেন, “আগামী দিনে যারা রাষ্ট্রক্ষমতায় আসতে চান, তাদের এখনই জানাতে হবে—বিচার ও জবাবদিহি কীভাবে নিশ্চিত করা হবে। জনগণের সামনে স্পষ্ট রূপরেখা দিতে হবে।”

সংবাদ সম্মেলনে ঐকমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজ বলেন, “সংস্কারের যে যাত্রা একসময় আশাব্যঞ্জক ছিল, তা কাঠামোগত বাধা ও বাস্তব সংকটে কিছুটা স্তব্ধ হয়ে পড়েছে।” তিনি জানান, শহীদ আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতে সনদ প্রকাশের পরিকল্পনা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। তবে জুলাই মাসেই সনদ প্রকাশের প্রস্তুতি চলছে।

এসময় জানানো হয়, ‘জুলাই পদযাত্রা’ বাস্তবায়নে সারজিস আলমকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারের নীরবতার জবাবে এনসিপির এই উদ্যোগ বিকল্প রাজনৈতিক চাপ তৈরির কৌশল। বিচারহীনতা ও দমনমূলক ব্যবস্থার বিরুদ্ধে ‘জুলাই সনদ’ একটি শক্তিশালী রাজনৈতিক রূপরেখা হয়ে উঠতে পারে বলে অনেকের ধারণা।