ফেব্রুয়ারিতেই সংসদ নির্বাচন হবে

- আপডেট সময় : ১১:২৬:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
- / 36

আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (২৯ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, “নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না—এমন কোনো লক্ষণ আমি দেখছি না। অপ্রয়োজনীয়ভাবে প্রশ্ন তুলে নির্বাচনের পরিবেশ ব্যাহত করা অনুচিত। দেশজুড়ে মানুষ প্রস্তুতি নিচ্ছে, নির্বাচন কমিশনও প্রস্তুত রয়েছে।”
সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশে স্থানীয় সরকার নির্বাচন আগে করার দাবির প্রেক্ষিতে সাংবাদিকরা তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “যেটা এখনো হয়নি, সেটি নিয়ে অযথা প্রশ্ন তোলা ঠিক নয়।”
রাজনৈতিক মতপার্থক্য প্রসঙ্গে তিনি বলেন, “দ্বিমত থাকবেই, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সকলের ভিন্নমত প্রকাশের অধিকার থাকা উচিত।”
দেশজুড়ে ধর্ষণের ঘটনা ও রাজনৈতিক ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে আমীর খসরু বলেন, “অনেক ঘটনা রিপোর্টই হচ্ছে না। সরকারকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। দুর্ভাগ্যজনকভাবে এসব ঘটনাও রাজনীতিকরণের শিকার হচ্ছে, যা জনগণ মেনে নিচ্ছে না।”
তিনি কুমিল্লার সাম্প্রতিক একটি ঘটনায় সরকারি দলের সম্পৃক্ততার অভিযোগ উল্লেখ করে বলেন, “যেটি ইতোমধ্যে বিভিন্ন সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় এসেছে।”
ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে তিনি বলেন, “এই সম্পর্ক পারস্পরিক সম্মান, স্বার্থরক্ষা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ভিত্তিতে হওয়া উচিত।”
সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।