‘নতুন বাংলাদেশ দিবস’ বদলের চিন্তা

- আপডেট সময় : ০১:৪২:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
- / 40

সরকার ঘোষিত ‘নতুন বাংলাদেশ দিবস’ ৮ আগস্টের পরিবর্তে ৫ আগস্টে স্থানান্তরের চিন্তা করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের শুরুর দিনকে ঘিরে ৮ আগস্টকে দিবস ঘোষণার সিদ্ধান্ত বিভিন্ন রাজনৈতিক দলের আপত্তির মুখে পড়ায় এটি পুনর্বিবেচনার পর্যায়ে এসেছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সরকার ইতোমধ্যে তিনটি নতুন দিবস ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে—৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ এবং ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’। তবে ৮ আগস্টকে কেন্দ্র করে বিরোধিতা বাড়ায় ওই সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে।
মন্ত্রিপরিষদ বিভাগের এক যুগ্ম সচিব জানিয়েছেন, দিবস পরিবর্তনের প্রস্তাব নিয়ে শীর্ষ পর্যায়ে মৌখিক আলোচনা হয়েছে। রোববার অফিস খোলার পর প্রস্তাবটি প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হতে পারে।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গণমাধ্যমকে জানান, “বিভিন্ন পক্ষের আপত্তি ও পরামর্শের পরিপ্রেক্ষিতে সরকার বিষয়টি নতুনভাবে ভাবছে।”
এনসিপি সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম সবাই ৮ আগস্টের পরিবর্তে ৫ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণার দাবি জানিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। একই দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও।
উল্লেখ্য, গত বছর ছাত্র ও জনতার গণআন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে। তিন দিন পর, ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। রাজনৈতিক ও গণতান্ত্রিক বাস্তবতার দিক থেকে ৫ আগস্টের প্রতীকী গুরুত্ব বিবেচনায় রেখে ‘নতুন বাংলাদেশ দিবস’ সেই তারিখেই পালন করা হতে পারে বলে অনেকেই মনে করছেন।