এনবিআরের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার

- আপডেট সময় : ১১:২৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
- / 37

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীরা তাদের চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ও সব ধরনের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। রোববার (২৯ জুন) রাতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার এই সিদ্ধান্ত জানান।
সম্প্রতি এনবিআরের চেয়ারম্যানের অপসারণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতসহ বেশ কিছু দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলনে নামেন রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। রবিবার ছিল আন্দোলনের দ্বিতীয় দিন। এদিনও ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালিত হয়। আগারগাঁওয়ের প্রধান কার্যালয়ের সামনে শত শত কর্মকর্তা অবস্থান নেন।
আন্দোলনকারীদের অভিযোগ ছিল, এনবিআরের বিভিন্ন স্তরে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির জন্য বর্তমান চেয়ারম্যানের নেতৃত্ব দায়ী। তাদের দাবির প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এছাড়া ব্যবসায়ী সংগঠনের নেতাদের মধ্যস্থতায় আশ্বাস পেলে আন্দোলন প্রত্যাহার করে কর্মকর্তারা।
এনবিআরের স্বাভাবিক কার্যক্রম আগামীকাল সোমবার (৩০ জুন) থেকে পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে। তবে আন্দোলনের কারণে গত কয়েক দিনে রাজস্ব আহরণ কার্যক্রম গুরুতরভাবে ব্যাহত হয়, যা দেশের অর্থনীতিতে চাপ তৈরি করে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এনবিআরের অভ্যন্তরীণ সংকট সমাধানে দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আবারও এ ধরনের অচলাবস্থা দেখা দিতে পারে। আন্দোলন আপাতত বন্ধ হলেও অনিয়ম ও জবাবদিহিহীনতা দূর না হলে একই পরিস্থিতি পুনরায় ফিরে আসতে পারে বলেও সতর্ক করছেন সংশ্লিষ্টরা।