ঢাকা ১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

উখিয়ায় সীমান্ত পরিবহনের বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্রী নিহত

নুরুল বশর, উখিয়া (কক্সবাজার)
  • আপডেট সময় : ০৫:২৫:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 43

উখিয়ায় সীমান্ত পরিবহনের বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্রী নিহত

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার-টেকনাফ শহীদ এটিএম জাফর আলম মহাসড়কে সীমান্ত পরিবহন নামের একটি বাসের ধাক্কায় ইসফাত সাদিয়া রিমু (১৪) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে।

রবিবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে উখিয়ার পালংখালী বাজারের উত্তর স্টেশনের রাইস মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পালংখালী বাজারের ব্যবসায়ী ও বাজার কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার ফয়সাল আরিফ জানান, তার দোকানের সামনে সীমান্ত পরিবহনের ‘তারেক ট্রেডার্স’ নামক টেকনাফগামী একটি মিনি বাস একটি টমটমকে ধাক্কা দেয়। এতে টমটমে থাকা যাত্রী ইসফাত সাদিয়া রিমু গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে গয়ামারা মা ও শিশু (এমএসএফ) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রিমু উত্তর পালংখালী এলাকার মৃত সাবের আহমদের মেয়ে এবং পালংখালী খাদিজাতুল কোবরা (রা.) বালিকা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

উখিয়া শাহপুরী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে।

তিনি আরও বলেন, “ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।”

এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উখিয়ায় সীমান্ত পরিবহনের বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্রী নিহত

আপডেট সময় : ০৫:২৫:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

কক্সবাজার-টেকনাফ শহীদ এটিএম জাফর আলম মহাসড়কে সীমান্ত পরিবহন নামের একটি বাসের ধাক্কায় ইসফাত সাদিয়া রিমু (১৪) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে।

রবিবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে উখিয়ার পালংখালী বাজারের উত্তর স্টেশনের রাইস মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পালংখালী বাজারের ব্যবসায়ী ও বাজার কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার ফয়সাল আরিফ জানান, তার দোকানের সামনে সীমান্ত পরিবহনের ‘তারেক ট্রেডার্স’ নামক টেকনাফগামী একটি মিনি বাস একটি টমটমকে ধাক্কা দেয়। এতে টমটমে থাকা যাত্রী ইসফাত সাদিয়া রিমু গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে গয়ামারা মা ও শিশু (এমএসএফ) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রিমু উত্তর পালংখালী এলাকার মৃত সাবের আহমদের মেয়ে এবং পালংখালী খাদিজাতুল কোবরা (রা.) বালিকা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

উখিয়া শাহপুরী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে।

তিনি আরও বলেন, “ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।”

এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।