ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের সাহসী সেই উপস্থাপিকা পেলেন আন্তর্জাতিক পুরস্কার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫১:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 43

ইরানি টেলিভিশন উপস্থাপিকা সাহার এমামি

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার সময় সরাসরি সম্প্রচার চালিয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসা ইরানি টেলিভিশন উপস্থাপিকা সাহার এমামি পেয়েছেন আন্তর্জাতিক পুরস্কার। তার বীরত্বপূর্ণ ও পেশাদার ভূমিকাকে স্বীকৃতি জানিয়ে ভেনেজুয়েলার সর্বোচ্চ সাংবাদিকতা সম্মাননা সিমন বলিভার অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

শনিবার (২৮ জুন) ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশটিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলি চেগিনির হাতে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেন। একইসঙ্গে ইসরায়েলি হামলায় নিহত অন্যান্য সাংবাদিকদেরও ‘মিডিয়া শহীদ’ আখ্যা দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

প্রসঙ্গত, ১৩ জুন পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ইসরায়েল ইরানে একাধিক স্থানে হামলা শুরু করে। ১৬ জুন রাজধানী তেহরানে রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি-র প্রধান কার্যালয়েও হামলা চালানো হয়। ওই মুহূর্তে লাইভ সম্প্রচারে ছিলেন সাহার এমামি। বিস্ফোরণের পর তাৎক্ষণিক নিরাপদ আশ্রয়ে গেলেও কিছু সময় পরই ক্যামেরার সামনে ফিরে এসে দায়িত্ব পালন অব্যাহত রাখেন তিনি।

তার এই সাহসিকতা ইরানে যেমন প্রশংসিত হয়, তেমনি আন্তর্জাতিক মহলেও দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়েছে।

পুরস্কার গ্রহণের সময় রাষ্ট্রদূত আলি চেগিনি বলেন, “এই সম্মান শুধু একজন সাংবাদিকের নয়, পুরো ইরানি জনগণের সাহস ও প্রতিরোধের প্রতীক।”

রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেনেজুয়েলার সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং বিশিষ্টজনেরা। সবাই করতালির মাধ্যমে সাহসী উপস্থাপিকা ও হামলায় নিহত মিডিয়া কর্মীদের প্রতি সম্মান জানায়।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বলেন, “সাহার এমামি ও তার সহকর্মীরা সাংবাদিকতা, সাহসিকতা ও মানবতার এক নতুন মানদণ্ড স্থাপন করেছেন। তাদের এই সংগ্রাম বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীদের অনুপ্রেরণা হয়ে থাকবে।”

সূত্র: প্রেস টিভি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইরানের সাহসী সেই উপস্থাপিকা পেলেন আন্তর্জাতিক পুরস্কার

আপডেট সময় : ১১:৫১:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার সময় সরাসরি সম্প্রচার চালিয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসা ইরানি টেলিভিশন উপস্থাপিকা সাহার এমামি পেয়েছেন আন্তর্জাতিক পুরস্কার। তার বীরত্বপূর্ণ ও পেশাদার ভূমিকাকে স্বীকৃতি জানিয়ে ভেনেজুয়েলার সর্বোচ্চ সাংবাদিকতা সম্মাননা সিমন বলিভার অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

শনিবার (২৮ জুন) ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশটিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলি চেগিনির হাতে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেন। একইসঙ্গে ইসরায়েলি হামলায় নিহত অন্যান্য সাংবাদিকদেরও ‘মিডিয়া শহীদ’ আখ্যা দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

প্রসঙ্গত, ১৩ জুন পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ইসরায়েল ইরানে একাধিক স্থানে হামলা শুরু করে। ১৬ জুন রাজধানী তেহরানে রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি-র প্রধান কার্যালয়েও হামলা চালানো হয়। ওই মুহূর্তে লাইভ সম্প্রচারে ছিলেন সাহার এমামি। বিস্ফোরণের পর তাৎক্ষণিক নিরাপদ আশ্রয়ে গেলেও কিছু সময় পরই ক্যামেরার সামনে ফিরে এসে দায়িত্ব পালন অব্যাহত রাখেন তিনি।

তার এই সাহসিকতা ইরানে যেমন প্রশংসিত হয়, তেমনি আন্তর্জাতিক মহলেও দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়েছে।

পুরস্কার গ্রহণের সময় রাষ্ট্রদূত আলি চেগিনি বলেন, “এই সম্মান শুধু একজন সাংবাদিকের নয়, পুরো ইরানি জনগণের সাহস ও প্রতিরোধের প্রতীক।”

রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেনেজুয়েলার সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং বিশিষ্টজনেরা। সবাই করতালির মাধ্যমে সাহসী উপস্থাপিকা ও হামলায় নিহত মিডিয়া কর্মীদের প্রতি সম্মান জানায়।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বলেন, “সাহার এমামি ও তার সহকর্মীরা সাংবাদিকতা, সাহসিকতা ও মানবতার এক নতুন মানদণ্ড স্থাপন করেছেন। তাদের এই সংগ্রাম বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীদের অনুপ্রেরণা হয়ে থাকবে।”

সূত্র: প্রেস টিভি