সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ

- আপডেট সময় : ০২:২১:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
- / 33

সংবিধান সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা এবং সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে ঢাকায় মহাসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় আয়োজনের প্রথম পর্ব। এতে সারাদেশ থেকে আসা জেলা ও মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
দুপুর ২টায় শুরু হয় মহাসমাবেশের মূলপর্ব। এতে সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন। স্লোগানে স্লোগানে তারা মুখর করেন শাহবাগ থেকে বাংলা একাডেমি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান এলাকা। “নারায়ে তাকবির, আল্লাহু আকবর” ধ্বনিতে প্রকম্পিত হয় সমাবেশ প্রাঙ্গণ।
তবে টিএসসি সংলগ্ন গেটটি বন্ধ থাকায় সমাবেশে অংশ নিতে আসা অনেক নেতাকর্মীকে সাময়িক ভোগান্তির শিকার হতে হয়েছে বলে জানান তারা।
মহাসমাবেশে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ-সহ কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।