‘যারা পিআর পদ্ধতি চাচ্ছে তাদের উদ্দেশ্য নির্বাচন বানচাল করা’

- আপডেট সময় : ০৯:৩২:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
- / 31

আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন চাওয়ার পেছনে নির্বাচনী প্রক্রিয়া বিলম্বিত কিংবা বানচাল করার উদ্দেশ্য রয়েছে—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
২৮ জুন, শনিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের প্রধান জিয়াউর রহমান’ শীর্ষক স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, “বাংলাদেশের বাস্তবতায় পিআর পদ্ধতির নির্বাচন বাস্তবায়নযোগ্য নয়। এটি একটি অত্যন্ত জটিল পদ্ধতি।” তিনি আরও জানান, বিএনপি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং এ মুহূর্তে স্থানীয় নির্বাচনের সময় উপযুক্ত নয়।
অন্যদিকে, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত মহাসমাবেশে পিআর পদ্ধতির পক্ষে জোরালো বক্তব্য এসেছে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না।”
মহাসমাবেশে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর) বলেন, “জনগণের ভোটের প্রকৃত মূল্যায়নের জন্য সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি চালু করতে হবে। নির্বাচন আয়োজনের অন্য কোনো গ্রহণযোগ্য পথ নেই।”
মহাসমাবেশে অংশ নেওয়া বিভিন্ন বক্তা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা, রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার এবং অতীতের সহিংসতার বিচার নিশ্চিত করেই জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে, আর সেই নির্বাচনের ভিত্তি হতে হবে পিআর পদ্ধতি।