সিরিজ হারে টেস্ট নেতৃত্ব ছাড়লেন শান্ত
গলে অর্জন, কলম্বোতে বিসর্জন

- আপডেট সময় : ০১:৩৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
- / 42

গল টেস্টে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে ড্র করে বেশ আত্মবিশ্বাস নিয়ে কলম্বোতে পৌঁছেছিল বাংলাদেশ দল। কিন্তু আত্মবিশ্বাস দিয়ে ম্যাচ জেতা যায় না—এটা যেন টের পেল তারা সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে। শ্রীলঙ্কার কাছে ইনিংস ও ৭৮ রানে পরাজয়ের মধ্য দিয়ে ১-০ ব্যবধানে সিরিজ হাতছাড়া করল টাইগাররা। আর এই হারের পরই টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন নাজমুল হোসেন শান্ত।
কলম্বোতে বাংলাদেশ তৃতীয় দিন শেষ করেছিল ১১৫ রানে ৬ উইকেট হারিয়ে। ৯৬ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনের সকালে মাত্র ৫.৪ ওভারে অলআউট হয় তারা। দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ২৬ রান আসে মুশফিকের ব্যাট থেকে। শান্ত ও এনামুল ১৯ করে রান করেন, মুমিনুল ১৫। লিটন ফেরেন দিনের প্রথম বলেই।
স্পিনে ছন্নছাড়া ব্যাটিং
তৃতীয় ও চতুর্থ দিনে কলম্বোর উইকেট একেবারেই সহায়ক হয়ে পড়ে শ্রীলঙ্কার স্পিনারদের জন্য। প্রবাথ জয়সুরিয়া ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে গুঁড়িয়ে দেন। সাথে ছিলেন ধনাঞ্জয়া ডি সিলভা ও থারিন্ডু রত্নায়েকে, যারা নেন দুটি করে উইকেট।
নিশাঙ্কা-চান্ডিমাল-কুশল ত্রয়ীর আগ্রাসন
শ্রীলঙ্কার ইনিংস গড়ে দেয় তিন ব্যাটার—পাথুম নিশাঙ্কার ১৫৮, চান্ডিমালের ৯৩ ও কুশল মেন্ডিসের ৮৪ রান। এই তিনজনের ব্যাটিংয়ে বাংলাদেশ প্রথম ইনিংসেই চাপে পড়ে যায়।
বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা
প্রথম ইনিংসে ব্যাটিং সহায়ক কন্ডিশন থাকলেও বাংলাদেশ থামে ২৪৭ রানে। মুশফিক (৩৫), লিটন (৩৪), সাদমান (৪৬), মিরাজ (৩১) ছাড়া কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি। তবে বল হাতে তাইজুল ৫ উইকেট নিয়ে লড়াইয়ে ছিলেন।

নেতৃত্ব ছাড়লেন শান্ত
এই ম্যাচ শেষেই সংবাদ সম্মেলনে টেস্ট নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন শান্ত। তিনি বলেন, “আমি টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। এটা পুরোপুরি দলের ভালোর জন্য নেওয়া সিদ্ধান্ত। আমি মনে করি, এখন একজন নতুন নেতা দরকার।”
শান্ত আরও বলেন, “একই সময়ে তিন ফরম্যাটে তিন অধিনায়ক থাকাটা একটু জটিল। আমি চাই দলের মধ্যে স্থিরতা আসুক। সেখানে যদি আমার সরে দাঁড়ানো কার্যকর হয়, তাহলে সেটাই হওয়া উচিত।”
এর আগে টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়েন শান্ত নিজেই, আর সম্প্রতি ওয়ানডে অধিনায়কত্ব থেকে তাকে সরিয়ে মেহেদি হাসান মিরাজকে দায়িত্ব দেয় বিসিবি। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছিলেন, শান্তর নেতৃত্ব সরিয়ে দেওয়া হয়নি, বরং বোর্ড ও দলের সম্মতিতেই সিদ্ধান্ত হয়েছে।
নতুন নেতার খোঁজে বিসিবি
শান্তর সরে দাঁড়ানোর পর এখন টেস্ট দলেও নতুন অধিনায়কের সন্ধানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেট বিশ্লেষকদের ধারণা, এই পরিবর্তনের মাধ্যমে হয়তো আবার নতুনভাবে দল গড়ার কাজ শুরু করবে বিসিবি।