ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

উখিয়ায় র‍্যাব পরিচয়ে অপহরণ: মূলহোতা সিকদার গ্রেপ্তার

নুরুল বশর, উখিয়া (কক্সবাজার)
  • আপডেট সময় : ০২:৫৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 39

উখিয়ায় র‍্যাব পরিচয়ে অপহরণ: মূলহোতা সিকদার গ্রেপ্তার

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের উখিয়ায় র‍্যাব পরিচয়ে সংঘটিত আলোচিত অপহরণ মামলার অন্যতম মূলহোতা সিকদারকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। শুক্রবার (২৭ জুন ২০২৫) সন্ধ্যা ৭টার দিকে উখিয়া থানার পালংখালী ইউনিয়নের মরাগাছতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সিকদারের পুরো নাম সিকদার প্রঃ বলি, বয়স ৪৫ বছর। তিনি মরাগাছতলার বাসিন্দা এবং পিতার নাম আবু।

র‍্যাব-১৫ সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত এই পলাতক আসামিকে গ্রেপ্তার করে। র‍্যাব জানায়, সিকদার অপহরণকারী চক্রের অন্যতম সংগঠক এবং অপহরণে সরাসরি অংশগ্রহণকারী ছিলেন।

ঘটনার সূত্রপাত ১১ জুন ২০২৫, রাত আনুমানিক ১১টার দিকে। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৫-এ বসবাসরত মোঃ রহিমুল্লাহর ছেলে মোঃ হাফিজ উল্লাহকে তার নিজ বাড়ি থেকে ডেকে নেয় তিনজন অস্ত্রধারী অপহরণকারী—বরখাস্ত সৈনিক মোঃ সুমন, রাকিব ও সিকদার। তারা র‍্যাব পরিচয় দিয়ে ভিকটিমকে রঙ্গিখালী এলাকার গভীর পাহাড়ে নিয়ে যায়। পরে একটি অজ্ঞাত স্থান থেকে ভিকটিমের পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না দিলে হাফিজ উল্লাহকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়।

অপহরণের ঘটনার পরপরই র‍্যাব-১৫ অভিযান শুরু করে। ১৪ জুন বরখাস্ত সৈনিক মোঃ সুমন মুন্সিকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যমতে, ১৫ জুন সকালে র‍্যাব, বিজিবি, পুলিশ, এপিবিএন এবং বন বিভাগের যৌথ অভিযানে রঙ্গিখালির দুর্গম পাহাড় থেকে ভিকটিম হাফিজ উল্লাহকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জামও উদ্ধার করা হয়। পরবর্তীতে র‍্যাব বাদী হয়ে টেকনাফ থানায় একটি অপহরণ মামলা দায়ের করে।

আটককৃত সিকদারকে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উখিয়ায় র‍্যাব পরিচয়ে অপহরণ: মূলহোতা সিকদার গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৫৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

কক্সবাজারের উখিয়ায় র‍্যাব পরিচয়ে সংঘটিত আলোচিত অপহরণ মামলার অন্যতম মূলহোতা সিকদারকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। শুক্রবার (২৭ জুন ২০২৫) সন্ধ্যা ৭টার দিকে উখিয়া থানার পালংখালী ইউনিয়নের মরাগাছতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সিকদারের পুরো নাম সিকদার প্রঃ বলি, বয়স ৪৫ বছর। তিনি মরাগাছতলার বাসিন্দা এবং পিতার নাম আবু।

র‍্যাব-১৫ সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত এই পলাতক আসামিকে গ্রেপ্তার করে। র‍্যাব জানায়, সিকদার অপহরণকারী চক্রের অন্যতম সংগঠক এবং অপহরণে সরাসরি অংশগ্রহণকারী ছিলেন।

ঘটনার সূত্রপাত ১১ জুন ২০২৫, রাত আনুমানিক ১১টার দিকে। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৫-এ বসবাসরত মোঃ রহিমুল্লাহর ছেলে মোঃ হাফিজ উল্লাহকে তার নিজ বাড়ি থেকে ডেকে নেয় তিনজন অস্ত্রধারী অপহরণকারী—বরখাস্ত সৈনিক মোঃ সুমন, রাকিব ও সিকদার। তারা র‍্যাব পরিচয় দিয়ে ভিকটিমকে রঙ্গিখালী এলাকার গভীর পাহাড়ে নিয়ে যায়। পরে একটি অজ্ঞাত স্থান থেকে ভিকটিমের পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না দিলে হাফিজ উল্লাহকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়।

অপহরণের ঘটনার পরপরই র‍্যাব-১৫ অভিযান শুরু করে। ১৪ জুন বরখাস্ত সৈনিক মোঃ সুমন মুন্সিকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যমতে, ১৫ জুন সকালে র‍্যাব, বিজিবি, পুলিশ, এপিবিএন এবং বন বিভাগের যৌথ অভিযানে রঙ্গিখালির দুর্গম পাহাড় থেকে ভিকটিম হাফিজ উল্লাহকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জামও উদ্ধার করা হয়। পরবর্তীতে র‍্যাব বাদী হয়ে টেকনাফ থানায় একটি অপহরণ মামলা দায়ের করে।

আটককৃত সিকদারকে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।