চলছে রেজিস্ট্রেশন
সুস্থ জাতি গঠনে রায়পুরায় ব্যতিক্রমধর্মী ম্যারাথন আয়োজন

- আপডেট সময় : ০৮:১৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
- / 71

স্বাস্থ্য সচেতনতা এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে রায়পুরা ম্যারাথন ২০২৫ আয়োজন করতে যাচ্ছে নরসিংদীর রায়পুরা প্রশাসন এবং রায়পুরা রানার্স কমিউনিটি। একটি ব্যতিক্রমধর্মী দৌড় উৎসব, যা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও জাতীয় চেতনা জাগ্রত করার প্রয়াস। “Run for Bangladesh, Run for Health” স্লোগানে আয়োজিত এই ইভেন্টে দেশজুড়ে বিভিন্ন প্রান্তের দৌড়প্রেমীরা একত্রিত হবেন এক স্বপ্ন, এক লক্ষ্য নিয়ে। এই ম্যারাথন আগামী ৩ অক্টোবর ২০২৫, শুক্রবার, সকাল ৫টা থেকে রায়পুরা উপজেলা পরিষদ গেট থেকে শুরু হবে।
আয়োজক সংগঠন আশা করছেন, এই ইভেন্টটি শুধু একটি দৌড় প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং এটি সুস্থ, সচেতন ও ঐক্যবদ্ধ জাতি গঠনের পথে এক বলিষ্ঠ পদক্ষেপ হয়ে উঠবে।

এই দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের মধ্যে শরীরচর্চার আগ্রহ বাড়ানোর পাশাপাশি জাতীয় সংহতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে আয়োজকদের প্রত্যাশা।
ইতোমধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে, এবং অংশগ্রহণের জন্য ব্যাপক সাড়া পাচ্ছেন আয়োজকরা। ওয়েবসাইট ভিজিট করে প্রয়োজনীয় তথ্য এবং রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য দৌড় প্রেমীদের প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজক কমিটি। ওয়েবসাইট: https://raipuramarathon.run/
রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন করুন এখানে।