প্রধান উপদেষ্টা-সিইসি বৈঠকের ব্যাখ্যা চায় বিএনপি

- আপডেট সময় : ০৭:৪৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
- / 32

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের মধ্যে সাম্প্রতিক বৈঠক নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চায় বিএনপি।
শুক্রবার (২৭ জুন) বিকেলে গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমাদের ধারণা, ওই বৈঠকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা হয়তো সিইসিকে প্রস্তুতি নিতে বলেছেন।”
তিনি আরও বলেন, “যদি দুই পক্ষ স্পষ্টভাবে এই বিষয়ে বক্তব্য দেয়, তাহলে দেশবাসী ও রাজনৈতিক দলগুলো বাস্তবতা বুঝতে পারবে।”
সালাহউদ্দিনের মতে, নির্বাচন আয়োজনের প্রস্তুতি সেপ্টেম্বরের মধ্যেই শেষ করা সম্ভব, যদি ফেব্রুয়ারি সময় ধরে নির্বাচন পরিকল্পনা নেওয়া হয়।
তিনি বলেন, “এ অবস্থায় স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বাস্তব কোনো সুযোগ নেই। এখন সবার দৃষ্টি জাতীয় নির্বাচনেই থাকা উচিত।”
এদিকে, বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি এ এম এম নাসির উদ্দীন। ওই বৈঠকটি ছিল একান্ত, ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক। ফলে বৈঠকে কী আলোচনা হয়েছে, তা নিয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, আলোচনার কেন্দ্রে ছিল নির্বাচন ইস্যু।

এর আগে, ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক হয়। বৈঠক শেষে একটি যৌথ বিবৃতিতে বলা হয়, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলে আগামী রমজান শুরুর আগেই, অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম ভাগেই নির্বাচন হতে পারে। তবে তার আগে বিচার ও সংস্কার বিষয়ে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে।