প্রথম সেশনে বাংলাদেশের দাপুটে বোলিং

- আপডেট সময় : ০১:৫১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
- / 34

কলম্বো টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশের বোলাররা। এই সেশনে মাত্র ২৫ ওভারে স্বাগতিক শ্রীলঙ্কার ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেয় তারা।
সেশনের শেষে ১০৩ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৪০১ রান। প্রথম ইনিংসে লঙ্কানদের লিড দাঁড়িয়েছে ১৫৪ রানে।
আজ শুক্রবার শ্রীলঙ্কা তাদের ইনিংস শুরু করে ২ উইকেটে ২৯০ রান নিয়ে। তবে দিনের শুরুতেই আঘাত হানে বাংলাদেশ। দলীয় ৩০৫ রানে তৃতীয় উইকেট হারায় স্বাগতিকরা।
ইনিংসের ৮৪তম ওভারে তাইজুল ইসলামের ঘূর্ণিতে প্রথম শিকার হন ওপেনার নিশাঙ্কা। ২৫৪ বল মোকাবেলায় ১৫৮ রান করা এই ডানহাতি ব্যাটার শর্ট কভারে এনামুল হক বিজয়ের হাতে ধরা পড়েন। এর ঠিক পরের ওভারে আবারও আঘাত হানেন তাইজুল। এইবার তার শিকার লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। এলবিডব্লু সিদ্ধান্তে রিভিউ নিলেও শেষ রক্ষা হয়নি, বল সোজা স্টাম্পে আঘাত করছিল।
এরপর নাহিদ রানা নিজের প্রথম উইকেট তুলে নেন সিরিজে। ৮৯তম ওভারে থার্ড স্লিপে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ তুলে দেন প্রবাথ জয়সুরিয়া (১০)। আর ইনিংসের ৯৯তম ওভারে স্পিনার নাঈম ইসলাম বোল্ড করেন কামিন্দু মেন্ডিসকে, যিনি ৪১ বলে ৩৩ রান করেন।
শ্রীলঙ্কা দ্রুত রান তুললেও নিয়মিত উইকেট হারানোয় সেশনের দখল ছিল পুরোপুরি বাংলাদেশের হাতে।