নারীর প্রতি সম্মানই প্রভার পারিবারিক শিক্ষা

- আপডেট সময় : ০১:৫৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
- / 50

জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে মানবিকতা, সহানুভূতি ও নারীর প্রতি নারীর সম্মানের বিষয়টি তুলে ধরেছেন। বৃহস্পতিবার (২৬ জুন) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, “শত্রুর কষ্টেও আনন্দ হচ্ছে না, বরং মায়া লাগছে। কী করব, আমি তো মানুষ! মেয়ে হয়ে আরেক নারীর দুঃখের দিনে তাকেই অসম্মান করার মতো শিক্ষা বা মানসিকতা আমার নেই। এটা আমার পারিবারিক শিক্ষা। ”
তিনি কারও নাম উল্লেখ না করলেও, তার বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে—ব্যক্তিগত মতবিরোধ থাকলেও একজন নারীর প্রতি তার সহানুভূতিশীল মনোভাব এবং সংবেদনশীল অবস্থান। জীবনের নানা রকম চড়াই-উতরাই পেরিয়ে আসা প্রভা বরাবরই সাহস ও মানবিকতার প্রকাশ ঘটিয়েছেন, যা অনেকের কাছে অনুপ্রেরণার উৎস।
২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজ জগতে প্রবেশ করা প্রভা দ্রুতই ছোটপর্দায় নিজের অভিনয় দক্ষতায় জনপ্রিয় হয়ে ওঠেন। যদিও এখন তাকে নাটকে আগের মতো নিয়মিত দেখা যায় না, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার সক্রিয়তা ও বিভিন্ন বার্তা তাকে আলোচনা ও দৃষ্টির কেন্দ্রে রাখে।
শুধু অভিনয়েই নয়, মেকআপ শিল্পেও প্রভা গড়েছেন আরেকটি পরিচিতি। নিউইয়র্কের ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়ে তিনি চালু করেছেন ‘মেকআপ বাই প্রভা’ নামের একটি ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম। এখানে তার কাজের ভিন্নধর্মী প্রকাশ ও সৃজনশীলতা দেখা যায় নিয়মিত।