‘র’-এর ছয় এজেন্টকে গ্রেপ্তার করেছে পাকিস্তান

- আপডেট সময় : ১১:১৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
- / 39

পাকিস্তানের গোয়েন্দা ও সন্ত্রাসবিরোধী সংস্থা ‘কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি)’ ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ (রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং)-এর হয়ে কাজ করা ছয় সন্দেহভাজন এজেন্টকে গ্রেপ্তারের দাবি করেছে। সম্প্রতি ‘অপারেশন ইয়ালঘার’ নামের একটি সমন্বিত অভিযানে তাদের আটক করা হয়।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে চালানো এই অভিযানের বিষয়ে বৃহস্পতিবার (২৬ জুন) জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সিটিডি বিভিন্ন জেলা থেকে অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করে।
লাহোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাঞ্জাবের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল (এআইজি) অপারেশনস শেহজাদা সুলতান জানান, বাহাওয়ালনগরে দুই সন্ত্রাসী—আসলাম ও আকবর আলী—কে বিস্ফোরক সংগ্রহ করার সময় আটক করা হয়। এই অভিযান সিটিডির এসএসপি অপারেশনস ওয়াকার আজিমের তত্ত্বাবধানে পরিচালিত হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া সন্দেহভাজনরা বাহাওয়ালপুরের একটি মসজিদ এবং একটি রেলস্টেশনে হামলার পরিকল্পনা করছিল। অভিযুক্তদের কাছ থেকে বিস্ফোরক দ্রব্য, ডেটোনেটর, আইইডি, সেফটি ফিউজ এবং গুরুত্বপূর্ণ গোপন মানচিত্র উদ্ধার করা হয়েছে। তারা স্বীকার করেছে, এই হামলার পরিকল্পনা ও নির্দেশ তারা পেয়েছিল।
গ্রেপ্তার হওয়া অন্যান্য ব্যক্তিরা হলেন—আজম ওরফে জাজি, মঞ্জুর ওরফে ক্বারী (উভয়ই বাহাওয়ালনগর জেলার বাসিন্দা), আমজাদ (পাকপত্তনের বাসিন্দা), এবং বাহাওয়ালপুর থেকে আটক হওয়া জুলফিকার, যিনি দুবাই থেকে অর্থায়নে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
সংবাদ সম্মেলনে এআইজি সুলতান বলেন, “সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে পাকিস্তানকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। কিন্তু আমাদের নিরাপত্তা সংস্থাগুলো সজাগ এবং সেসব প্রচেষ্টা ব্যর্থ করতে সর্বদা প্রস্তুত।”