বিএনপি মাদকমুক্ত বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক

- আপডেট সময় : ১১:০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
- / 35

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, “আমরা মাদকমুক্ত সমাজ চাই, মাদকমুক্ত প্রতিটি এলাকা চাই, এবং একটি সম্পূর্ণ মাদকমুক্ত বাংলাদেশ গড়তে চাই।”
বৃহস্পতিবার (২৬ জুন) মিরপুর ও কাফরুল থানা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির দুটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমিনুল হক বলেন, “মাদকের ভয়াবহ ছোবলে আমাদের অসংখ্য তরুণ-তরুণী অকালে ঝরে পড়ছে। প্রায় ৮৩ লাখ তরুণ মাদকের ভয়াবহতা মোকাবিলা করছে। এই বিপদ থেকে জাতিকে রক্ষায় বিএনপি জনগণকে সচেতন করতে চায়। প্রথমে সতর্ক করবো, পরে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে তিনি বলেন, “বিএনপি কখনো চাঁদাবাজ, দখলবাজ, মব গঠনকারীদের সমর্থন করে না। যারা দলীয়করণ করে প্রশাসন চালায়, তারা আওয়ামী লীগের অবক্ষয়ের প্রতীক। বিএনপি ক্ষমতায় গেলে এসব স্বৈরাচারী ব্যবস্থার অবসান ঘটাবে।”
তিনি অভিযোগ করেন, “আগামী জাতীয় নির্বাচন বানচালের জন্য নতুন ষড়যন্ত্র চলছে। তবে বিএনপির নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধ ও ধৈর্যশীল থাকে, তাহলে এই ষড়যন্ত্র সফল হবে না।”
সদস্য ফরম নবায়ন বিষয়ে তিনি বলেন, “আমরা তৃণমূলের পরীক্ষিত, জিয়া পরিবারের আস্থাভাজন এবং নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের সদস্য পদ নবায়ন করবো। কিন্তু যারা বিগত ১৭ বছর ধরে সুবিধাবাদী আচরণ করেছে কিংবা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছে, তাদের সদস্যপদ নবায়ন হবে না।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মুহাম্মদ আফাজ উদ্দিন, হাজি মুহাম্মদ ইউসুফ ও মো. শাহ আলম প্রমুখ।
বিকেলেও কাফরুল থানা বিএনপির আয়োজিত আরেকটি নবায়ন কর্মসূচিতে একই বার্তা দেন আমিনুল হক।