আমেরিকার মুখে শক্ত থাপ্পড় দিয়েছে ইরান: খামেনি

- আপডেট সময় : ১০:৫৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
- / 43

ইসরায়েলের সঙ্গে টানা ১২ দিনের সংঘাতের পর জাতির উদ্দেশে প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বৃহস্পতিবারের এই ভাষণে তিনি বলেন, “যুক্তরাষ্ট্র সরাসরি ইরান-ইসরায়েল যুদ্ধে জড়িয়েছে, কারণ তারা ভয় পেয়েছিল—যদি তারা না নামে, তাহলে ইহুদিবাদী শাসন (ইসরায়েল) সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে।”
খামেনি দাবি করেন, এই যুদ্ধে আমেরিকা কোনো সাফল্য পায়নি, বরং ইরান বিজয়ী হয়েছে। তাঁর ভাষায়, “ইসলামি প্রজাতন্ত্র ইরান আমেরিকার মুখে কঠিন থাপ্পড় মেরেছে।”
তিনি স্মরণ করিয়ে দেন, “ট্রাম্প একসময় বলেছিলেন, ইরানকে আত্মসমর্পণ করতে হবে। সেটাই প্রমাণ করে, যুক্তরাষ্ট্র ইরানের আত্মসমর্পণ ছাড়া কিছুই চায় না। কিন্তু ইরান কখনও মাথানত করবে না।”
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ইরানের বিরুদ্ধে কেউ আবার আগ্রাসন চালাতে চাইলে তাকে চড়া মূল্য দিতে হবে।” খামেনির মতে, ইসরায়েল ধারণাও করেনি যে তারা ইরানের কাছ থেকে এমন জবাব পেতে পারে। তিনি জানান, ইরানের সশস্ত্র বাহিনী শত্রুদের বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সরাসরি তাদের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে আঘাত হেনেছে।