ভদ্রতার লাইন একবারও ক্রস করিনি: আসিফ মাহমুদ

- আপডেট সময় : ০৪:৫৯:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
- / 55

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে ঘিরে চলমান আন্দোলনে বিএনপি নেতা ইশরাক হোসেনের বক্তব্যের জবাবে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (২৫ জুন) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “এত নোংরামি করার পরও ভদ্রতার লাইন একবারও ক্রস করিনি।”
এর আগে ইশরাক এক সংবাদ সম্মেলনে দাবি করেন, নগরবাসীর স্বতঃস্ফূর্ত আন্দোলনকে “প্ররোচিত” বলা ও আপত্তিকর মন্তব্য করার দায়ে উপদেষ্টা আসিফ মাহমুদকে নগরবাসীর কাছে ক্ষমা চাইতে হবে।
পাল্টা প্রতিক্রিয়ায় আসিফ তার পোস্টে লিখেছেন—
“আমার ছবিতে জুতা মারা হয়েছে, গুজবের ভিত্তিতে আমার পিতাকে ‘চালচোর’ বলা হয়েছে, সরকারি পক্ষ থেকে সমঝোতার প্রস্তাব যারা প্রত্যাখ্যান করেছে, তাদের কারণে শহরের ১ কোটিরও বেশি মানুষ দুর্ভোগে পড়েছে—এসব ঘটনায় কেউ কি ক্ষমা চেয়েছে?”

তিনি আরও লেখেন, “নগর ভবন দখল, সংঘর্ষ, আহত নেতাকর্মী, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তকে কেন্দ্র করে ব্যক্তিগত আক্রমণ, পরিবার নিয়ে কটাক্ষ—এসব কিছুই আমি চুপচাপ সহ্য করেছি। ধৈর্য্য ধরেছি, কিন্তু তাতে অন্যায়ের জবাব দেওয়া বন্ধ হয়নি। ইতিহাস প্রতিটা অন্যায়ের জবাব ঠিকই দেয়।”
আসিফ দাবি করেন, আন্দোলনের পেছনে কয়েকজন নেতার পরিকল্পনা ছিল এবং সেই বিষয়ে ইশরাক নিজেও অবগত। “তাকে ট্র্যাপে ফেলা হয়েছে, যাতে আলোচনার জায়গা দুর্বল হয়—এটা তিনি নিজেও স্বীকার করেছেন। তাই সত্য বলার জন্য যদি আমাকে ক্ষমা চাইতে হয়, সেটাও বিবেচনায় আনা উচিত,”—যোগ করেন তিনি।
শেষে তিনি বলেন, “আমার রাজনীতি বা পারিবারিক শিক্ষা কখনোই ব্যক্তি আক্রমণ শেখায়নি। তাই আমি ব্যক্তিগত হয়ে কিছু বলিনি। তবে ন্যায়ের পথে থেকে জবাব না দেওয়া মানে এই নয় যে অন্যায় চিরকাল জবাবহীন থাকবে না।”