ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

উপদেষ্টা আসিফকে জনসমক্ষে ক্ষমা চাইতে বললেন ইশরাক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:২৬:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / 40

উপদেষ্টা আসিফ-ইশরাক হোসেন

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি নেতা ইশরাক হোসেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তার বিরুদ্ধে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার (২৫ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

ইশরাক হোসেন বলেন, ঢাকার দক্ষিণ সিটির ভোটারদের আন্দোলন নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের মন্তব্য অত্যন্ত আপত্তিকর ও অবমাননাকর। একটি টেলিভিশন সাক্ষাৎকারে আসিফ দাবি করেন, ইশরাকের আন্দোলন বিএনপির এক নেতার ইন্ধনে হয়েছে। এ বক্তব্যের মাধ্যমে আসিফ হাজারো নাগরিকের আন্দোলনকে হেয় করেছেন এবং ঢাকাবাসীকে অপমান করেছেন। তার ভাষায়, “এই জনগোষ্ঠীকে পশুর মর্যাদায় নামিয়ে আনা হয়েছে।” এ ধরনের মন্তব্যের জন্য তাকে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেন ইশরাক।

তিনি আরও বলেন, “তিনি (আসিফ) দাবি করেছেন আমাকে ‘মিস গাইড’ করা হয়েছে। এই মন্তব্য আমার ব্যক্তি মর্যাদার ওপর আঘাত। ঢাকাবাসীর গণতান্ত্রিক অধিকারকে খাটো করে দেখা অত্যন্ত দুরভিসন্ধিমূলক।”

ইশরাক অভিযোগ করেন, উপদেষ্টা আরও দাবি করেছেন কুমিল্লার এক বিএনপি নেতা তাকে আন্দোলনে প্ররোচিত করেছেন এবং আর্থিক ও লজিস্টিক সহায়তা দিয়েছেন। এসব বক্তব্যের ভিত্তিতে উপদেষ্টার কাছে যদি প্রমাণ থাকে, তবে তা জাতির সামনে উপস্থাপন করতে হবে। তা না হলে তাকে জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলেও জানান ইশরাক।

এদিকে, দীর্ঘদিন বন্ধ থাকার পর ২৩ জুন (সোমবার) থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের প্রধান ফটক খুলে দেওয়া হয়েছে এবং সেবা কার্যক্রম আবারও চালু হয়েছে। তবে ইশরাকপন্থি কর্মচারীদের অবস্থান কর্মসূচি এখনো চলছে।

গত ১৫ মে থেকে ৩ জুন পর্যন্ত নগর ভবনের সব নাগরিক সেবা কার্যক্রম বন্ধ ছিল। এ সময় ইশরাকপন্থি কর্মচারীরা মূল ফটক বন্ধ করে প্রতিটি বিভাগে তালা ঝুলিয়ে দেন, ফলে সাধারণ নাগরিকদের ভোগান্তিতে পড়তে হয়। ঈদের বিরতির পর ১৫ জুন থেকে তারা আবারও অবস্থান শুরু করলে নগর ভবনের কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়ে। অবশেষে গতকাল তালা খুলে সেবা কার্যক্রম চালু করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উপদেষ্টা আসিফকে জনসমক্ষে ক্ষমা চাইতে বললেন ইশরাক

আপডেট সময় : ০৪:২৬:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

বিএনপি নেতা ইশরাক হোসেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তার বিরুদ্ধে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার (২৫ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

ইশরাক হোসেন বলেন, ঢাকার দক্ষিণ সিটির ভোটারদের আন্দোলন নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের মন্তব্য অত্যন্ত আপত্তিকর ও অবমাননাকর। একটি টেলিভিশন সাক্ষাৎকারে আসিফ দাবি করেন, ইশরাকের আন্দোলন বিএনপির এক নেতার ইন্ধনে হয়েছে। এ বক্তব্যের মাধ্যমে আসিফ হাজারো নাগরিকের আন্দোলনকে হেয় করেছেন এবং ঢাকাবাসীকে অপমান করেছেন। তার ভাষায়, “এই জনগোষ্ঠীকে পশুর মর্যাদায় নামিয়ে আনা হয়েছে।” এ ধরনের মন্তব্যের জন্য তাকে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেন ইশরাক।

তিনি আরও বলেন, “তিনি (আসিফ) দাবি করেছেন আমাকে ‘মিস গাইড’ করা হয়েছে। এই মন্তব্য আমার ব্যক্তি মর্যাদার ওপর আঘাত। ঢাকাবাসীর গণতান্ত্রিক অধিকারকে খাটো করে দেখা অত্যন্ত দুরভিসন্ধিমূলক।”

ইশরাক অভিযোগ করেন, উপদেষ্টা আরও দাবি করেছেন কুমিল্লার এক বিএনপি নেতা তাকে আন্দোলনে প্ররোচিত করেছেন এবং আর্থিক ও লজিস্টিক সহায়তা দিয়েছেন। এসব বক্তব্যের ভিত্তিতে উপদেষ্টার কাছে যদি প্রমাণ থাকে, তবে তা জাতির সামনে উপস্থাপন করতে হবে। তা না হলে তাকে জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলেও জানান ইশরাক।

এদিকে, দীর্ঘদিন বন্ধ থাকার পর ২৩ জুন (সোমবার) থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের প্রধান ফটক খুলে দেওয়া হয়েছে এবং সেবা কার্যক্রম আবারও চালু হয়েছে। তবে ইশরাকপন্থি কর্মচারীদের অবস্থান কর্মসূচি এখনো চলছে।

গত ১৫ মে থেকে ৩ জুন পর্যন্ত নগর ভবনের সব নাগরিক সেবা কার্যক্রম বন্ধ ছিল। এ সময় ইশরাকপন্থি কর্মচারীরা মূল ফটক বন্ধ করে প্রতিটি বিভাগে তালা ঝুলিয়ে দেন, ফলে সাধারণ নাগরিকদের ভোগান্তিতে পড়তে হয়। ঈদের বিরতির পর ১৫ জুন থেকে তারা আবারও অবস্থান শুরু করলে নগর ভবনের কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়ে। অবশেষে গতকাল তালা খুলে সেবা কার্যক্রম চালু করা হয়।