ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণা, হামলা বন্ধ হয়নি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 49

খামেনি-ট্রাম্প-নেতানিয়াহু

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৪ জুন) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে তিনি জানান, “যুদ্ধবিরতি এখন কার্যকর। দয়া করে এটি লঙ্ঘন করবেন না।”

ট্রাম্পের দাবি অনুযায়ী, উভয় পক্ষ সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি ১২ ঘণ্টা বহাল থাকবে। সফল হলে সেটিকে স্থায়ী হিসেবে ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

তবে এ যুদ্ধবিরতি বিষয়ে এখনো ইরান বা ইসরায়েলের কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, যুদ্ধবিরতি শুরু হয়েছে। অন্যদিকে, দ্য টাইমস অব ইসরায়েল এক নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তার বরাতে জানায়, যুদ্ধবিরতি কার্যকর থাকবে শুধুমাত্র যদি উভয় পক্ষ তা মেনে চলে।

এ পর্যন্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বা দেশটির অন্য কোনো উচ্চপর্যায়ের কর্মকর্তার পক্ষ থেকে এ বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও মঙ্গলবার সকালে ইসরায়েলে নতুন করে হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। হামলার পর দেশটির বিভিন্ন এলাকায় নিরাপত্তা সতর্কতা জারি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ থাকায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত।

নিউজটি শেয়ার করুন

One thought on “ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণা, হামলা বন্ধ হয়নি

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণা, হামলা বন্ধ হয়নি

আপডেট সময় : ১১:৪০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৪ জুন) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে তিনি জানান, “যুদ্ধবিরতি এখন কার্যকর। দয়া করে এটি লঙ্ঘন করবেন না।”

ট্রাম্পের দাবি অনুযায়ী, উভয় পক্ষ সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি ১২ ঘণ্টা বহাল থাকবে। সফল হলে সেটিকে স্থায়ী হিসেবে ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

তবে এ যুদ্ধবিরতি বিষয়ে এখনো ইরান বা ইসরায়েলের কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, যুদ্ধবিরতি শুরু হয়েছে। অন্যদিকে, দ্য টাইমস অব ইসরায়েল এক নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তার বরাতে জানায়, যুদ্ধবিরতি কার্যকর থাকবে শুধুমাত্র যদি উভয় পক্ষ তা মেনে চলে।

এ পর্যন্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বা দেশটির অন্য কোনো উচ্চপর্যায়ের কর্মকর্তার পক্ষ থেকে এ বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও মঙ্গলবার সকালে ইসরায়েলে নতুন করে হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। হামলার পর দেশটির বিভিন্ন এলাকায় নিরাপত্তা সতর্কতা জারি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ থাকায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত।